গোর্খাল্যান্ড হওয়ার নয় : বিনয়

পাহাড়ের রাস্তাঘাট, চিকিৎসাব্যবস্থা, এমনকী ক্ষুদ্র শিল্পস্থাপনেও কাজ করতে চান বিনয়। বলেন, পাহাড়ের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ মুখ্যমন্ত্রী।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ‘পাহাড়ের উন্নয়ন সম্ভব একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই। বিজেপি পাহাড়ের মানুষকে আর বোকা বানাতে পারবে না। গোর্খাল্যান্ডের লালিপপ দেখিয়ে ভোটও নিতে পারবে না। ২০২৪-এর নির্বাচনে পাহাড়বাসী জবাব দেবে।’ বললেন বিনয় তামাং। কলকাতায় তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেই রবিবার সকালে পদাতিক এক্সপ্রেসে শিলিগুড়িতে ফেরেন বিনয় ও কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতেই পাহাড় ও সমতলের তৃণমূল কংগ্রেস কর্মীরা স্বাগত জানান ওঁদের ।

আরও পড়ুন-

প্রচুর মানুষ নিউ জলপাইগুড়ি স্টেশনে আসেন। খাদা পরিয়ে বিনয়-বরণ করেন। স্টেশন থেকে বেরিয়ে বিনয় সাংবাদিকদের জানান, পাহাড়ের উন্নয়নে কাজ করবেন তিনি। বিজেপি প্রসঙ্গে বলেন, ‘আমাদের বোকা বানিয়ে তিনবার বিজেপি এমপি আসন নিয়ে গিয়েছে।’ আসলে যে গোর্খাল্যান্ড হওয়ার নয়, তা ঘুরিয়ে বলেই দিলেন বিনয়। বলেন, ‘কাশ্মীরে ৩৭০ সরাতে পারলে কেন্দ্রীয় সরকার এখানেও পারত। পাহাড়ে কেউ শহিদ হলে যারা শোকবার্তা দেওয়ার প্রয়োজনও মনে করে না, তারা কী উন্নয়ন করবে পাহাড়ে!’

পাহাড়ের রাস্তাঘাট, চিকিৎসাব্যবস্থা, এমনকী ক্ষুদ্র শিল্পস্থাপনেও কাজ করতে চান বিনয়। বলেন, পাহাড়ের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ মুখ্যমন্ত্রী। বাম আমলে জ্যোতিবাবু বা বুদ্ধবাবুও পাহাড়ে পা রাখতে ভয় পেতেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গিয়েছেন পাহাড়ে। বিপদে পাশেই ছিলেন। উন্নয়নে সবরকম পদক্ষেপ নিয়েছেন। এমনকী মুখ্যমন্ত্রী নিজের দফতর তৈরি করেছেন পাহাড়ে।

Latest article