যদিও হঠাৎ নয় পূর্বাভাস ছিল দার্জিলিংয়ের উচ্চ এলাকায় তুষারপাত হতে পারে। সেই অনুযায়ী স্বাভাবিকভাবেই বুধবার ভোর থেকে সাদা চাদরে ঢাকা পড়ল দার্জিলিংয়ের (Darjeeling) বেশ কিছু এলাকা। টাইগার হিল (Tiger Hill), সান্দাকফু, ঘুম, ফালুট, জোড়বাংলো, সুখিয়া পোখারি-সহ বিভিন্ন জায়গায় বেশ ভাল রকমই তুষারপাত হয়েছে। বরফ জমেছে টয় ট্রেনের (Toy Train) লাইনে। কিন্তু এবার এই সময়ে তুষারপাত হয়েছে সিকিমেও।
আরও পড়ুন-চোটে চিন্তা বাড়িয়েও বল করলেন বুমরা
ঘুম, টাইগার হিলের রাস্তায় পুরু বরফের আস্তরণ। সান্দাকফুতে তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে। আর দার্জিলিং শহরের তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঠাণ্ডা সঙ্গে তুষারপাত- আর এতেই বেজায় খুশি পাহাড়ের পর্যটকরা। তুষারপাতের খবর পেয়ে অনেকেই রওনা দিয়েছেন টাইগার হিল, জোড় বাংলোর উদ্দেশে। পাহাড়ে অনেকবার গেলেও, তুষারপাত দেখার অভিজ্ঞতা অনেকেরই প্রথম ফলে পর্যটকদের ঢল নেমেছে দার্জিলিং-সহ সংলগ্ন এলাকায়।
আরও পড়ুন-এই হল বিজেপি!
এদিন, প্রবল তুষারপাত হয়েছে সিকিমেও (Sikkim)। সাদা চাদরে ঢেকেছে লাচুং-সহ বিস্তীর্ণ এলাকা। বরফ ঢাকা নাথু লা, ইয়ামথাং দেখতে সিকিমের পর্যটকদের ভিড় জমে বলে আশা স্থানীয় ব্যবসায়ীদের।