চোটে চিন্তা বাড়িয়েও বল করলেন বুমরা

মঙ্গলবার বল করার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরা। এই চোট কতটা গুরুতর, তা নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছিল।

Must read

সেঞ্চুরিয়ন, ২৮ ডিসেম্বর : মঙ্গলবার বল করার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরা। এই চোট কতটা গুরুতর, তা নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছিল। যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে মাঠে ফেরেন ডানহাতি ভারতীয় পেসার। বোলিংও করে উইকেটও দখল করলেন।

আরও পড়ুন-এই হল বিজেপি!

প্রসঙ্গত, প্রথম ওভারেই ডিন এলগারকে আউট করেছিলেন বুমরা। কিন্তু লাঞ্চের পর নিজের ছ’নম্বর ওভারের শেষ বল করার সময় তাঁর ডান পায়ের গোড়ালি মচকে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ভারতীয় পেসার। সেই সময় যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। মাঠে দ্রুত ছুটে আসেন দলের ফিজিও। প্রাথমিক শুশ্রূষার পর তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন-বারো কোটির গাড়ি মোদির জন্য

পরে বিসিসিআই-এর পক্ষ থেকে এক প্রেস বার্তায় জানানো হয়, ‘বুমরার ডান পায়ে চোট লেগেছে। দলের মেডিক্যাল স্টাফরা তাঁর চোট পরীক্ষা করছে।’ এর পরেই বুমরার চোট কতটা গুরুতর তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল। তবে বুমরা শেষ পর্যন্ত বোলিং করার, চিন্তা কমল ভারতীয় শিবিরের।

Latest article