প্রতিবেদন : করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। দু’বার কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর সোমবার বেশি রাতে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিসিসিআই প্রেসিডেন্টকে। কারণ, এই বছরের শুরুতেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসাতেও হয়েছিল।
আরও পড়ুন-শুধু দার্জিলিঙের নয়, ভারী তুষারপাত হয়েছে সিকিমেও
তাই শারীরিক উপসর্গ থাকায় কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
মঙ্গলবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর চিকিৎসার জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। রয়েছেন চিকিৎসক সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু ও সৌতিক পাণ্ডা। পরামর্শ নেওয়া হচ্ছে দেশের দুই নামী চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের।
আরও পড়ুন-চোটে চিন্তা বাড়িয়েও বল করলেন বুমরা
হাসপাতালের তরফে জানানো হয়েছে, কোভিডের জন্য যেটা সব থেকে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা, সেই মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি সোমবার রাত থেকেই শুরু করা হয়েছে।
সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেও স্ত্রী ডোনা এবং কন্যা সানার রিপোর্ট নেগেটিভ আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সৌরভ চাইছেন, বাড়িতেই নিভৃতাবাসে থেকে চিকিৎসা চালিয়ে যেতে। আপাতত তাঁকে হাসপাতালেই থাকতে হচ্ছে। তবে দ্রুতই বাড়ি ফিরবেন প্রাক্তন ভারত অধিনায়ক। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।