রাজ্যের সব হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব মনোজ পন্থ (Hospital_Manoj Pant)। আগামিকাল শনিবার নবান্নে এই বৈঠকে থাকবেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম–সহ স্বাস্থ্য অধিকর্তা, সব সিএমওএইচ, সব হাসপাতালের সুপার, পুলিশের শীর্ষ কর্তারা, সব জেলাশাসক ও পুলিশ সুপাররা। ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা ও সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সব দফতরের সচিবরাও থাকবেন এই বৈঠকে।
আরজি করের ঘটনার পর হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা আমূল বদলে ফেলা হয়েছে। তারপরেও সম্প্রতি হাসপাতালে দুষ্কৃতিদের তাণ্ডব, জুনিয়র ডাক্তারদের উপর হামলা –সহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই পরিপ্রেক্ষীতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। মেডিক্যাল কলেজ থেকে মহকুমা স্তরের হাসপাতাল পর্যন্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হবে।
কোথায় কী কী ধরণের খামতি রয়েছে তা যাচাই করে দেখা হবে। সব বড় হাসপাতালেই সিসিটিভি বসানো হয়েছে। হাসপাতাল হস্টেল চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। যথেষ্ট সংখ্যক নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কেন এই অপ্রীতিকর ঘটনাগুলি ঘটছে, তার প্রাথমিক রিপোর্টও চেয়েছেন মুখ্যসচিব (Hospital_Manoj Pant)। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের তরফে এই রিপোর্ট দেওয়া হবে। আরজি করের ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে ১৫০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছিলেন।

