যোধপুর: বিজেপি রাজ্যে ফের যৌন নির্যাতন এবং ধর্ষণ শিশুকে। এবার রাজস্থানে। যোধপুরে ৩ বছরের এক দলিত শিশুকে ধর্ষণ করে তাকে মাঠেই ফেলে রেখে চম্পট দিল ধর্ষক। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। তার অবস্থা গভীর সংকটজনক বলে জানা গিয়েছে। এই ন্যক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয় এলাকায়। নিন্দা এবং ধিক্কারের ঝড় উঠেছে রাজ্যজুড়ে। গেরুয়া প্রশাসনের অপদার্থতার কারণেই এমন ভয়ঙ্কর ঘটনা সম্ভব হয়েছে বলে মনে করছে সাধারণ মানুষ। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
আরও পড়ুন-দিনের কবিতা
রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরাও। জনরোষের চাপে পড়ে অবশ্য পরে চিরুণি তল্লাশি চালিয়ে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, জেরার মুখে ধৃত ব্যক্তি স্বীকার করেছে, সে পর্নোগ্রাফি ভিডিওতে আসক্ত। শিশুটিকে ধর্ষণের আগে ওইদিনই সে ১৫টি ভিডিও দেখেছে। প্রাথমিক তদন্তে অনুমান, ধর্ষক শিশুটির পরিবারের পূর্বপরিচিত। শিশুটিকে সে বাড়ির বাইরে নিয়ে এসে নিয়ে যায় পাশের মাঠে। তারপরে সেখানেই ধর্ষণ করে চম্পট দেয় সে। শিশুটির কান্নার শব্দ শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। উদ্ধার করে ভর্তি করেন হাসপাতালে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় যোধপুর শহরের হাসপাতালে।

