প্রতিবেদন : রূপান্তরকামীদের উন্নয়নের জন্য আগেই আলাদা পর্ষদ গঠন করেছে রাজ্য সরকার। নতুন বোর্ড গঠনের পর এবার সেই একই পথে হাঁটছে কলকাতা পুরনিগম (KMC)। রূপান্তরকামীদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য এবার পৃথক একটি বোর্ড গড়তে চলেছে কলকাতা পুরনিগম (Kolkata Municipal Corporation)। জানা গেছে ওই বোর্ডে তাঁদের প্রতিনিধিদের পাশাপাশি থাকবেন মেয়র, পুরকমিশনার-সহ অন্যরা। রাজ্য জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রূপান্তরকামীদের উন্নয়নের জন্য আগেই ‘ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড’ তৈরি করেছে রাজ্য সরকার। এবার পৃথক বোর্ড গড়ল কলকাতা পুরনিগম।
আরও পড়ুন-খরচ বাঁচিয়ে গ্রিন থানা আলিপুর
জানা গিয়েছে, ওই বোর্ডে তাঁদের প্রতিনিধিদের পাশাপাশি মেয়র, পুরকমিশনার, পুরসচিব এবং ৫ জন মেয়র পারিষদকে রাখা হবে। পুরনিগম (KMC) সূত্রে খবর, বর্তমানে শহর কলকাতায় রূপান্তরকামীদের সংখ্যা ৮০ হাজারের বেশি। মাঝেমাঝেই নানা দাবি নিয়ে পুরকর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে থাকেন তাঁরা। এমনকী, নাগরিকদের সমস্যা জানবার জন্য যে ‘টক টু কেএমসি’ অনুষ্ঠান চালু হয়েছে সেখানেও বেশ কয়েকজন রূপান্তরকামী তাঁদের স্বার্থে কিছু পরিকল্পনা নেওয়ার আর্জি পুরনিগমের কাছে রেখেছেন। তাছাড়া, অনেক উন্নত শহরেই রূপান্তরকামীদের জন্য পুরনিগমর পৃথক বোর্ড রয়েছে। পুরকর্তাদের একাংশের বক্তব্য, শিক্ষা থেকে শুরু করে আর্থিক স্বাধীনতা অনেক ক্ষেত্রেই রূপান্তরকামীরা পিছিয়ে রয়েছেন। রাজ্য সরকারের যে কোনও প্রকল্প যেহেতু পুরনিগমের মাধ্যমেই জনতার কাছে পৌঁছয় তাই এই পৃথক বোর্ডের মাধ্যমে রূপান্তরকামীরা উপকৃতই হবেন। তবে, রাজ্য সরকারের যে বোর্ড রয়েছে তার আওতায় এই বোর্ড কাজ করবে নাকি স্বাধীনভাবে কাজ করবে তা এখনও চূড়ান্ত হয়নি। ক্ষমতায় আসার পর থেকেই রূপান্তকামীদের গুরুত্ব দিয়ে আসছে রাজ্য সরকার। সরকারি সব প্রকল্পের সুবিধা যাতে রূপান্তরকামীরা পান সেজন্য তাঁদের জন্য পৃথকভাবে দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করতে দেখা গিয়েছে কলকাতা পুরনিগমকে।