খরচ বাঁচিয়ে গ্রিন থানা আলিপুর

Must read

প্রতিবেদন: বিদ্যুতের বিল কমাতে অভিনব উদ্যোগ। আর তাতেই আলিপুর থানার (Alipore Police Station) মুকুটে যোগ হল নতুন পালক। গ্রিন থানা (alipore Police Station) হিসাবে চিহ্নিত করা হল। অতিরিক্ত বিদ্যুতের বিল কমাতে থানায় বসানো হল দশটি সোলার প্যানেল। এর ফলে বিদ্যুতের অতিরিক্ত বিল থেকে তো রেহাই মিলবেই পাশাপাশি পরিবেশ দূষণও রোধ করা যাবে। সাধারণত থানাগুলিতে সারাদিনই লাইট এবং ফ্যান চলে। তার ফলে বিদ্যুতের বিল আসে অনেক বেশি। থানা সূত্রে খবর, চলতি বছরের এপ্রিল-মে মাসে বিদ্যুতের বিল এসেছিল এক লক্ষ সাত হাজার টাকা। এবার এই চরম পরিমাণ বিল থেকে বাঁচতেই নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। বসানো হয়েছে সোলার প্যানেল। যার ফলে ৪.৫ কিলো ওয়াট প্রতি ঘণ্টায় বিদ্যুৎ উপন্ন হবে। যার মাধ্যমে থানায় সব আলো, ফ্যান চলবে। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের সব থানা মিলিয়ে বছরে ১৮ কোটি টাকা বিল দিতে হয় সিইএসসিকে। এই পাইলট প্রজেক্ট যদি কার্যকরি হয় তাহলে আগামিদিনে অন্যান্য থানাগুলিতেও বসানো হবে সোলার প্যানেল ইতিমধ্যেই তা নিয়ে চিন্তা শুরু করেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন-মুখ্যসচেতক বাপ্পাদিত্য

Latest article