মনিশ কীর্তনীয়া: বিধানসভার নিয়ম অনুযায়ী গাড়ি পান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী, বিরোধী দলনেতা সহ গুটি কয়েকজন। তাঁদের তেলের বরাদ্দ বিধানসভাই করে। কিন্তু দিনকাল পাল্টেছে। বিধানসভায় সব মিলিয়ে মোট ৪১ টি কমিটি রয়েছে। হিসেব কষে দেখা গিয়েছে, এই কমিটির চেয়ারম্যানদের বিভিন্ন সময় নানা কাজে অনেক ঘোরাঘুরি করতে হয়। কিন্তু ৪১ জন চেয়ারম্যানকে গাড়ি দেওয়া সম্ভব নয় বিধানসভার পক্ষে।
আরও পড়ুন-বিধানসভায় আসতে না আসতেই ভাতা বাড়ানোর দাবি বিজেপি বিধায়কদের
কিন্তু যে পরিমাণ ঘোরাঘুরি বা কাজের জন্য এদিক ওদিক যেতে হয় তাতে তেল মোটেই কম খরচ হয় না। কিন্তু উত্তরোত্তর পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে। আমজনতার মত নাভিশ্বাস উঠছে বাকিদেরও। এই অবস্থায় বিধানসভায় একটি রেজোলিউশন নেওয়া হয়েছে যে, মাসে ১০০ লিটার করে তেল এই ৪১ টি কমিটির চেয়ারম্যানকে বরাদ্দ করা যায় কিনা। আপাতত এটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সরকারের কাছে। ছাড়পত্র পেলে মাসে ১০০ লিটার করে তেল বরাদ্দ হবে ৪১ টি কমিটির চেয়ারম্যানদের জন্য।