এবার পাহাড়ে প্রকাশ্যে বিজেপি বনাম বিজেপি লড়াই

Must read

স্মৃতা খাওয়াস, দার্জিলিং: এবার পাহাড়ে প্রকাশ্যে বিজেপি বনাম বিজেপি লড়াই শুরু হয়ে গেল। সাংসদ রাজু বিস্ত পাহাড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, পাহাড়বাসীর কোনও দাবি নিয়েই তিনি সরব নন। এমনকি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিকেও সংসদে তুলছেন না- এইরকম বিস্তর অভিযোগ তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন-বিধানসভার ৪১ টি কমিটির চেয়ারম্যানদের জন্য বরাদ্দ হতে পারে ১০০ লিটার করে গাড়ির তেল

এই বাদল অধিবেশনেই রাজু যাতে সংসদে বঙ্গ-বিভাজন এবং অন্যান্য দাবি নিয়ে সরব হন, সে বিষয়ে রাজুর ওপর চাপ সৃষ্টির জন্য আমরণ অনশন শুরু করেছেন অখিল ভারতীয় গোর্খা লিগের (ভারতী গোষ্ঠী) সাধারণ সম্পাদক এস পি শর্মা। শর্মা দাবি, পাহাড়বাসীর দাবিদাওয়া পূরণ করতে না পারলে সংসদ পদ থেকে ইস্তফা দিন রাজু বিস্ত।

আরও পড়ুন-বিধানসভায় আসতে না আসতেই ভাতা বাড়ানোর দাবি বিজেপি বিধায়কদের

জানা গিয়েছে, শর্মা একদিকে অনশন চালিয়ে যাবেন, পাশাপাশি তাঁর দলের কর্মীরা রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবেন কেন্দ্র ও রাজ্য সরকারের ওপর চাপ তৈরি করতে। এবিজিএল-এর আশা, তাদের পাশে পাহাড়ের অন্য রাজনৈতিক দলগুলোও আসবে। গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের দার্জিলিং শাখার সভাপতি অজয় এডওয়ার্ড অনশনস্থল ঘুরে এসে বলেছেন, ‘আমাদের দাবি একই। আমরা সবাই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চাই। আমি দিল্লি যাচ্ছি, উনি যদি এখানে অনশন না করে আমাদের সঙ্গে দিল্লি গিয়ে একসঙ্গে দাবি তোলেন, তাহলে আমাদের দাবি আরও জোরদার হয়। কারণ এখানে ওঁর এ ধরনের অনশনে দিল্লি বা কলকাতায় কোনো প্রভাব পড়বে না। এস পি শর্মা ভালো নেতা। আমরা ওঁকে নেতৃত্বে চাই। অনশন করে উনি মারা গেলে তা আন্দোলনে কোনো কাজে আসবে না, উল্টে ক্ষতি হবে।’ গোর্খা জনমুক্তি মোর্চার তরুণ নেতা নোবাল রাই জানান, আমরা সবসময়ই শর্মার সঙ্গে আছি। তবে আমরা একসঙ্গে না হলে দাবি আদায় হবে না।

Latest article