সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পে ২৯১ কোটি টাকার সুবিধা পেয়েছেন বাসিন্দারা। মোট ২ লাখ ১১২২ জন রোগী উপকৃত হয়েছেন। বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয়েছে। কয়েকজন ভেলোরে গিয়েও চিকিৎসা করিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় ১৯ লক্ষ ৭৬ হাজার ৪৯১ স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ড রয়েছে। বাকিদেরও কার্ড তৈরির তোড়জোড় চলছে। জানুয়ারি মাসে দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানেও এই কার্ডের জন্য আবেদন করা যাবে। সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ম্যাগফো ডি লামা বলেন, স্বাস্থ্যসাথী কার্ডে বিভিন্ন ধরনের জটিল অপারেশন করা হয়েছে। বহু মানুষ উপকৃত হয়েছেন। মুর্শিদাবাদের এক রাজমিস্ত্রির মেয়ে হাঁটুতে চোট পেয়েছিল। বেসরকারি হাসপাতালে ৪৫ হাজার টাকা খরচ হবে বলে জানিয়েছিল। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে অপারেশন হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন জোহরা বিবি। বলেন, স্বাস্থ্যসাথী কার্ডে স্বামীর বিনামূল্যে অপারেশন হয়েছে, বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিছু অভিযোগ আছে। প্রশাসন কড়া ব্যবস্থা নিয়েছে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, জেলার সমস্ত বাসিন্দাকে এই কার্ডের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। তার জন্য বিশেষ অভিযান চালানো হবে। রাজ্যের অন্যান্য জেলাগুলির তুলনায় মুর্শিদাবাদের অনেক বেশি উপভোক্তা এখান থেকে সুবিধা পেয়েছেন।
আরও পড়ুন-২৫-এ পা, টিএমসি দিশা দেখাবে ২৪-এ