সংবাদদাতা, বালুরঘাট : সততা, দলের প্রতি নিষ্ঠা দেখেই প্রার্থী নির্বাচন, জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল নেতা বিপ্লব মিত্র। পুরসভা নির্বাচন কার্যত দরজায় কড়া নাড়ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এবং গঙ্গারামপুর পুরসভার নির্বাচন হতে পারে। আসন্ন পুরসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলিকে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ‘যাঁরা কাজ করেন, দলের হয়ে যাঁরা প্রতিদিন পরিশ্রম করেন তাঁদের গুরুত্বটা তো থাকবেই। সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব অবশ্যই যে তাঁদের সততা তাঁদের নিষ্ঠা দলের প্রতি আমাদের নেত্রীর প্রতি নিষ্ঠা— সবটাই খেয়াল রেখে প্রার্থী নির্বাচন করব।’
আরও পড়ুন-শিলিগুড়িতে ফুটবে জোড়া ফুল, মানুষের উচ্ছ্বাসেই স্পষ্ট বার্তা
একইসঙ্গে মন্ত্রী তৃণমূল নেতা বিপ্লব মিত্র সংবাদমাধ্যমের মাধ্যমে দুর্নীতিবাজদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ রয়েছে বেনিয়মকে রেয়াত করা হবে না। দলের ক্ষেত্রেও যাচাই হবে স্বচ্ছতা। তাই প্রতিটি বিষয়েই এটি খতিয়ে দেখা হবে।’ তিনি আরও বলেন, ‘পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও স্বচ্ছতাকে আগে গুরুত্ব দেওয়া হবে। কারণ রাজ্যবাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের উন্নয়নের প্রতি আস্থা রেখেছেন। বিধানসভা ভোটবাক্সেও তার প্রতিফলন দেখা গিয়েছে। আমাদের দল সততাকে প্রাধান্য দেয়। তাই এটি শেষ কথা। এই কারণেই অন্য দল ছেড়ে যাঁরা তৃণমূল কংগ্রেসের হাত ধরতে চাইছেন তাঁদের খুঁটিনাটি বিষয়ে যাচাই করে তবেই দলে নেওয়ার সিদ্ধান্ত হবে। আমরা চাই মানুষের উন্নয়ন।’