বেঙ্গল সাফারিতে হেঁটেই দেখা মিলবে চিতাবাঘের

বেঙ্গল সাফারি দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর বাদল দেবনাথ জানিয়েছেন, শনিবারে রেকর্ড ভিড় হয়েছে। নতুন বছরে চিতাবাঘ দেখে খুশি হয়েছেন পর্যটকেরা।

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি : পায়ে হেঁটে চিতাবাঘের দর্শন। নতুন বছরের প্রথম দিনেই পর্যটকদের উপহার দিল বেঙ্গল সাফারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বেঙ্গল সাফারি এখন পর্যটকদের মুখ্য ডেস্টিনেশন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারি গড়ে ওঠায় এখন পাহাড়ে যাওয়ার আগে পর্যটকরা ঢুঁ মেরে যাচ্ছেন বেঙ্গল সাফারিতে। বেঙ্গল সাফারি মুখ্য আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। এ-ছাড়াও তো হাতি সাফারি থেকে ভল্লুক হরিণ কুমির-সহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।

আরও পড়ুন-শিলিগুড়িতে ফুটবে জোড়া ফুল, মানুষের উচ্ছ্বাসেই স্পষ্ট বার্তা

তবে নতুন বছরের প্রথম দিনে বেঙ্গল সাফারি পর্যটকদের জন্য চালু করল পায়ে হেঁটে চিতাবাঘ দর্শনের উপায়। আগে লেবার দর্শনের জন্য আলাদাভাবে সাভারের গাড়ির টিকিট কেটে সাফারি করতে হত। কিন্তু নতুন বছরের প্রথম দিন থেকে বেঙ্গল সাফারি টিকিট কেটে পায়ে হেঁটে চিতাবাঘ দর্শন করতে পারছেন পর্যটকরা।

আরও পড়ুন-দলের প্রতি নিষ্ঠা দেখেই বাছাই করা হবে প্রার্থী

কোভিডবিধি মেনেই বছরেরে প্রথমে দিনে বেঙ্গল সাফারিতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে বেঙ্গল সাফারির টিকিট দেওয়া শুরু হয়। কিন্তু এদিন বেলা ১২টার মধ্যেই সাফারির সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। বেঙ্গল সাফারি দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর বাদল দেবনাথ জানিয়েছেন, শনিবারে রেকর্ড ভিড় হয়েছে। নতুন বছরে চিতাবাঘ দেখে খুশি হয়েছেন পর্যটকেরা।

Latest article