নয়াদিল্লি, ১ জানুয়ারি : অবশেষে টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী। মরুদেশে আয়োজিত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ জিততেই হত বিরাট কোহলিদের। কিন্তু ওই ম্যাচও হেরে গিয়েছিল ভারতীয় দল।
আরও পড়ুন-এবার জিএসটি ফুড ডেলিভারিতে
এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে শাস্ত্রীর বক্তব্য, ‘‘পাকিস্তান আমাদের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। সেটা আমাদের পারফরম্যান্সেই স্পষ্ট ধরা পড়েছিল। জেতার জন্য না ঝাঁপিয়ে আমরা ভীতুদের মতো খেলেছিলাম। ফলে যা হওয়ার তাই হয়েছে।’’
আরও পড়ুন-কাজ শেষ, উদ্বোধনের অপেক্ষায় সংস্কৃতচর্চা কেন্দ্র
টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ আরও যোগ করেছেন, ‘‘জেতার চেষ্টা করে হার মেনে নেওয়া যায়। কিন্তু জেতার কথা না ভেবে আত্মরক্ষা করার চেষ্টা করে হার, অনেক বেশি দুঃখ দেয়। মাঠে নামার আগেই মানসিকভাবে পিছিয়ে পড়লে, সমস্যা তো হবেই।’’
এই সাক্ষাৎকারে গত বছরের ঐতিহাসিক গাব্বা টেস্ট জয় নিয়েও মুখ খুলেছেন শাস্ত্রী। ওই টেস্টের চতুর্থ ইনিংসে ৩২৮ রানের বড় লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতেছিল ভারত। ঋষভ পন্থ অপরাজিত ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয় উপহার দিয়েছিলেন। আরেক তরুণ তুর্কি শুভমান গিল জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ৯১ রান করে।
আরও পড়ুন-২৩ রাজ্যে ওমিক্রন, চিঠি স্বাস্থ্যসচিবের
শাস্ত্রীর বক্তব্য, ‘‘গাব্বায় জয় অবিশ্বাস্য। বিশেষ করে, শেষ দিনে যা ঘটেছিল, তা তো ভাষায় ব্যক্ত করা কঠিন। চায়ের সময় আমাদের তিন উইকেট পড়েছিল। সেই সময় বাথরুমে যাওয়ার পথে হঠাৎ করেই ঋষভ ও শুভমানের কথোপকথন কানে এসেছিল। ওদের মধ্যে কী কথা হয়েছিল, তা আমি বলতে চাই না। কিন্তু কথাগুলো শোনার পর আমার মনে হয়েছিল, ঋষভকে এই মুহূর্তে টিপস দেওয়া অর্থহীন। কারণ এই ছেলেরা টার্গেট তাড়া করে জেতা যে সম্ভব, তা বিশ্বাস করতে শুরু করে দিয়েছে।’’