জামাইকা : ঘরের মাঠে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজ থেকে বাদ পড়লেন ক্রিস গেইল। শনিবার এই দুই সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোট সারিয়ে ক্যারিবিয়ান দলে ফিরেছেন অভিজ্ঞ কিয়েরন পোলার্ড। তিনিই দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু বিস্ময়করভাবে নামে নেই গেইলের।
আরও পড়ুন-সতর্ক রাজ্য কড়া ব্যবস্থার পথে, স্থগিত দুয়ারে সরকার শিবির ও স্টুডেন্ট ডে’র অনুষ্ঠানও আপাতত নয়
জোর জল্পনা ছিল, আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেই অবসর নেবেন তিনি। তবে ক্যারিবিয়ান বোর্ডের পক্ষ থেকে গেইলের বাদ পড়া নিয়ে সাফাই, ভক্তদের উপস্থিতিতে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সুযোগ দেওয়া হবে। শুধু গেইল একা নন, বাদ পড়েছেন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। প্রসঙ্গত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যা শুরু হবে ৮ জানুয়ারি থেকে। এরপর ২৩ জানুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। ইওন মর্গ্যানদের বিরুদ্ধে পাঁচটি টি-২০ ম্যাচ খেলবেন পোলার্ডরা।