এই মুহূর্তে ভারতই টেস্টের এক নম্বর দল, বললেন মর্কেল

চলতি সিরিজ বিরাট, বুমরাদের কাছে ফাইনাল ফ্রন্টিয়ার বা চূড়ান্ত সীমানা। প্রথমবার ডোনাল্ড-পোলকদের দেশ থেকে সিরিজ জয়ের হাতছানি।

Must read

জোহানেসবার্গ, ১ জানুয়ারি : সেঞ্চুরিয়নে বিরাট কোহলির ভারতের দুর্দান্ত টেস্ট জয় দেখে অভিভূত ক্রিকেটমহল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার মর্নি মর্কেল তো বলেই দিলেন, এই মুহূর্তে ভারতই বিশ্বের সেরা টেস্ট দল।

আরও পড়ুন-ব্রাত্য গেইল

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার দুর্গ ভেঙেছেন রাহুল-শামিরা। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্কেল বলে দিলেন, ভারতের দুর্দান্ত পেস বোলিংয়ের জন্যই এটা সম্ভব হয়েছে। মর্কেলের কথায়, ‘‘ভারতের গেম প্ল্যান, বোলাররা যাতে ২০টি উইকেট নিতে পারে। সুতরাং পরিস্থিতি উপভোগ করো। আমার মনে হয়, এটা বিশেষ সাফল্য, যার অংশীদার হতে চায় সবাই। ভারত অনেক এগিয়ে।’’

আরও পড়ুন-সতর্ক রাজ্য কড়া ব্যবস্থার পথে, স্থগিত দুয়ারে সরকার শিবির ও স্টুডেন্ট ডে’র অনুষ্ঠানও আপাতত নয়

এরপর প্রাক্তন প্রোটিয়া তারকা যোগ করেন, ‘‘ভারত এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট দল। খুব অল্প সময়ে এই কৃতিত্ব অর্জন করেছে দল। তবে ওরা অনেক পরিশ্রম করেছে এবং দলের পাশে থেকে ভরসা জুগিয়েছে যে, তোমরাও দেশের বাইরে গিয়ে টেস্ট জিততে পারবে।’’
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক শন পোলক আবার ভারতের সাম্প্রতিক টেস্ট সাফল্যের রহস্য ফাঁস করেছেন। বলেছেন, ‘‘আগে যে ভারতীয় দল এখানে টেস্ট খেলে গিয়েছে, সেই দলে তৃতীয় বা চতুর্থ পেস বোলিং বিকল্প ছিল না। স্পিনাররা থাকলেও কার্যকর হত না। এখন ভারতের বোলিং বিভাগে ভারসাম্য রয়েছে। বোলাররা অনেক স্বাধীনতা পাচ্ছে। যে কারণে ওরা এখন দেশের বাইরেও টেস্ট জিতছে।’’

আরও পড়ুন-আজ অভিষেকের মিশন ত্রিপুরা শুরু

চলতি সিরিজ বিরাট, বুমরাদের কাছে ফাইনাল ফ্রন্টিয়ার বা চূড়ান্ত সীমানা। প্রথমবার ডোনাল্ড-পোলকদের দেশ থেকে সিরিজ জয়ের হাতছানি। এই নিয়ে দ্বিতীয়বার প্রথম টেস্ট জিতে সিরিজ শুরু করল ভারত। ২০০৬-০৭ সালে এগিয়ে গিয়েও সিরিজ জেতা হয়নি। এবার কী হবে, সময় বলবে।

Latest article