ডিএসপি পদে যোগ দিলেন রিচা ঘোষ

জীবনের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিলিগুড়ির তারকা উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ।

Must read

প্রতিবেদন: জীবনের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিলিগুড়ির তারকা উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। বুধবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিএসপি হিসেবে দায়িত্ব নিলেন এই ক্রিকেটার। এদিন তাঁকে নতুন দায়িত্ব দিয়ে স্বাগত জানান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

আরও পড়ুন-তালিবানি শাসনের কদর্য চেহারা! ভরা স্টেডিয়ামকে সাক্ষী রেখে মৃত্যুদণ্ড

ভারতের হয়ে মহিলাদের এক দিনের বিশ্বকাপ জেতার পরেই রিচাকে নিয়োগপত্র দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। ইডেনে বাংলার ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে রিচার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার সেই দায়িত্বই নিজের কাঁধে নিলেন তিনি। মেয়ের দায়িত্ব নেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন বাবা-মা। রিচার দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ টুইট করে লেখে, ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি পদমর্যাদায় রাজ্য পুলিশে যোগ দিলেন। তাঁকে শিলিগুড়ি কমিশনারেটের সহকারী কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগত। প্রসঙ্গত, মেয়েদের আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামতে দেখা যাবে তাঁকে।

Latest article