আরও এক ট্রফির সামনে ডায়মন্ড হারবার

এই প্রতিযোগিতায় অবশ্য ডায়মন্ডের সিনিয়র দল খেলছে না। অভিষেক দাসের প্রশিক্ষণে মূলত জুনিয়র ব্রিগেড অংশ নিয়েছে প্রতিযোগিতায়।

Must read

প্রতিবেদন : অসমের ধুলিয়াজানে ওয়েল ইন্ডিয়া গোল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর দিন কয়েক আগেই ওড়িশায় সর্বভারতীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট জেতে ডায়মন্ড হারবার এফসি। এবার অসমে আরও একটি সর্বভারতীয় আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় ট্রফি জয়ের হাতছানি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের সামনে। বৃহস্পতিবার ১৭তম বরৌসা কাপের ফাইনালে ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ অসমেরই ক্লাব বারিকুরি এফসি। ম্যাচ বিকেল পাঁচটায়।

আরও পড়ুন-দিদিকে দেখার টানেই উচ্ছ্বসিত মহিলারা

এই প্রতিযোগিতায় অবশ্য ডায়মন্ডের সিনিয়র দল খেলছে না। অভিষেক দাসের প্রশিক্ষণে মূলত জুনিয়র ব্রিগেড অংশ নিয়েছে প্রতিযোগিতায়। নরহরি শ্রেষ্ঠা, বিক্রমজিৎ সিং, সুপ্রতীপ হাজরার মতো সিনিয়র দলের জনা চারেক ফুটবলার রয়েছেন দলে। ফাইনালের প্রতিপক্ষ নিয়ে সতর্ক ডায়মন্ড হারবারের কোচ অভিষেক দাস। তিনি ফোনে বললেন, বারিকুরি শক্ত প্রতিপক্ষ। ওরা আইজল, ট্রাউ এফসি-র মতো আই লিগের দলকে হারিয়ে ফাইনালে উঠেছে। ঘরের মাঠে খেলবে। গ্যালারির সমর্থন পাবে ওরা। তাই আমাদের কাজটা সহজ হবে না। তবে নিজেদের সেরাটা দেবে ছেলেরা। সিকিমে ভাল খেলেও সেমিফাইনালে ছিটকে যেতে হয়েছিল। এবার ফাইনালে উঠে খালি হাতে ফিরতে চাই না। ট্রফি জিততেই হবে।
প্রতিযোগিতায় সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলছে ডায়মন্ড হারবার। শেষ আটের লড়াইয়ে স্থানীয় অসম পুলিশকে ৫-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ডায়মন্ড হারবার। শেষ চারে অয়েল ইন্ডিয়া এফসি-কে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠেন নরহরিরা।

Latest article