প্রতিবেদন : সংক্রমণ বাড়তেই একাধিক বিধিনিষেধ জারি করল রাজ্য প্রশাসন। তার মধ্যে ফের নিষেধাজ্ঞা জারি হল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। এর জেরে আজ সোমবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে শহর কলকাতা-সহ রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। লন্ডন থেকে আসা সমস্ত বিমান বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বাড়ছে নাইট কার্ফুর সময়সীমাও। রবিবার দুপুরে নবান্নের সাংবাদিক বৈঠকে এই বিধিনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
আরও পড়ুন-আংশিক বন্ধ থাকবে সিনেমাহল, শপিংমল
কয়েকদিন ধরেই রাজ্যে হু-হু করে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। সেই সঙ্গে বাড়ছে ওমিক্রন। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে একগুচ্ছ বিধিনিষেধ ঘোষণা করল প্রশাসন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে নিয়মিত পঠনপাঠন সম্পূর্ণ ভাবে বন্ধ করার কথা জানান হয়েছে। তবে স্কুলের প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মীদের ৫০ শতাংশের হাজিরা চালু থাকবে। তবে সিবিএসই ও আইসিএসই বোর্ডের যেসব পরীক্ষা চালু আছে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও যেসব পরীক্ষা রয়েছে তা নিয়ে আলাদা করে জানিয়ে দেবে সংশ্লিষ্ট দফতর।
আরও পড়ুন-শহরে ১১ রাস্তায় কনটেইনমেন্ট জোন
এর সঙ্গে অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হল সমস্ত সুইমিং পুল, জিম, বিউটি পার্লার, সেলুন, স্পা-এর মতো জায়গাগুলি। এ ছাড়া চিড়িয়াখানা-ইকোপার্ক-সহ সমস্ত বিনোদন পার্ক, পর্যটনকেন্দ্রগুলিও আপাতত সম্পূর্ণ ভাবে বন্ধ রাখার কথা জানিয়েছেন মুখ্যসচিব। ২৬ ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে রাজ্যের করোনা সংক্রমণ বেড়েই চলেছে৷ বাড়ছে সংক্রমণের হার৷ এই পরিস্থিতিতে কড়া ব্যবস্থা নিল প্রশাসন।