বিজেপি মিথ্যাবাদী প্রমাণ দিল সিবিআই

অশান্তি মামলায় ২২ ধর্ষণই ভুয়ো!

Must read

প্রতিবেদন : মুখ পুড়ল বিজেপির (BJP)। সৌজন্যে সিবিআই (CBI)। রাজ্যে ২১-এর নির্বাচনের পর বিজেপি (BJP) সন্ত্রাস, হামলা, ধর্ষণের অভিযোগ করেছিল। শুধু অভিযোগ নয়, সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছিল। বিজেপির ‘ঘরোয়া এজেন্সি’ বলে পরিচিত সিবিআই ঢাকঢোল বাজিয়ে তদন্ত শুরু করে। তার প্রথম তদন্তের পরিণতি দেখে রাজনৈতিক মহল এখন কটাক্ষ করছে বিজেপিকে। কেন? কারণ মানবাধিকার কমিশন ধর্ষণ তথা যৌন হেনস্তার ২১টি অভিযোগ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল। আর তার তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের উপলব্ধি, একটি ধর্ষণও যথাযথ নয়। ভুয়ো। কোনও তথ্য-প্রমাণ মেলেনি। যা আর একবার প্রমাণ করল এজেন্সিগুলিকে ন্যক্কারজনকভাবে কাজে লাগাচ্ছে বিজেপি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। সোমবার ভোটপরবর্তী অশান্তি মামলায় শুনানি হয়। সেখানেই কোনও তথ্য না পাওয়ায় সিবিআইয়ের আর্জি, মামলাগুলি সিটের হাতেই ফিরিয়ে দেওয়া হোক। অন্য ক্ষেত্রেও এমন ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন-চা-বাগানে সাফল্য প্রথম পদক্ষেপেই

Latest article