সংবাদদাতা, হাওড়া : করোনার প্রকোপ রুখতে হাওড়ায় চালু হল আরও কড়া বিধিনিষেধ। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় সপ্তাহে একটি দিন করে নির্দিষ্ট থানা এলাকায় সমস্ত দোকানপাট ও বাজার বন্ধ রাখা হচ্ছে। সোমবার থেকেই এই নিয়ম বলবৎ হয়েছে। গতবছর ২২ অক্টোবর থেকে এই নিয়ম চালু থাকলেও ‘বড়দিন’ ও ‘নিউ ইয়ার’ উপলক্ষে তা তুলে নেওয়া হয়েছিল। সোমবার থেকে থেকে সেই নিয়ম ফের চালু হল।
আরও পড়ুন-স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশিকা, বাতিল করা হল মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি
হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, প্রতি সোমবার শিবপুর, সাঁকরাইল ও নিশ্চিন্দা থানা, মঙ্গলবার বেলুড় ও সাঁতরাগাছি, বুধবার গোলাবাড়ি, চ্যাটার্জিহাট, জগাছা, বৃহস্পতিবার হাওড়া, দাসনগর, ডোমজুড়, বালি ও মালিপাঁচঘড়া শুক্রবার লিলুয়া এবং শনিবার ব্যাঁটরা ও বি গার্ডেন থানা এলাকার সমস্ত বাজার ও দোকানপাট বন্ধ থাকবে। এর পাশাপাশি শহরের বাজারগুলিতে ক্রেতা-বিক্রেতারা ঠিকঠাক মাস্ক পরছেন কি না তা দেখার জন্য পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
আরও পড়ুন-আর জি কর-এ ডাক্তারি পড়ুয়াদের পরীক্ষা বাতিল
মাস্ক ছাড়া হাওড়া পুর এলাকার কোনও বাজারে প্রবেশ করা যাবে না বলেও হাওড়া পুরনিগমের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে। হাওড়া কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর সদস্যরা এবং স্বাস্থ্য দফতরের কর্মীরাও বিভিন্ন বাজার পরিদর্শন করছেন। কোভিড-বিধি মানা হচ্ছে কি না তা দেখছেন। মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন। মঙ্গলবার শিবপুরের ব্যাতাইতলা বাজার এলাকায় ক্রেতা-বিক্রেতাদের এবং পথচলতি মানুষদের হাওড়া কর্পোরেশন ও পুলিশ কমিশনারেটের উদ্যোগে মাস্ক বিলি করা হয়। উপস্থিত ছিলেন কর্পোরেশন প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি সহ আরও অনেকে।