স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশিকা, বাতিল করা হল মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি

তাই রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফে এই নতুন গাইডলাইন জারি করা হল। এর আগে অ্যান্টিবডি থেরাপির অনুমোদন দেওয়া হয়েছিল।

Must read

প্রতিবেদন : ক্রমশ বড় আকার ধারণ করছে করোনার তৃতীয় ঢেউ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসায় নয়া স্বাস্থ্যবিধি জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। নয়া নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, বিশেষ ক্ষেত্র ছাড়া করোনা রোগীদের ওপর আর নির্বিচারে মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি প্রয়োগ করা চলবে না। এছাড়াও স্টেরয়েড, মোলনুপিরাভির ট্যাবলেট দিয়ে আর চিকিৎসা করা যাবে না।

আরও পড়ুন-আর জি কর-এ ডাক্তারি পড়ুয়াদের পরীক্ষা বাতিল

এই দু’য়ের বদলে জ্বর, শ্বাসকষ্ট কমাতে ইনহেলার ব্যবহার, মন্টিয়ার এলসি বা মন্টিকক জাতীয় ট্যাবলেট ব্যবহারের ওপর জোর দেওয়ার কথা ওই নির্দেশিকায় বলা হয়েছে। স্বাস্থ্য ভবন থেকে জারি করা নয়া নির্দেশিকায় এমনই কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। রাজ্যের কোভিড রোগীদের চিকিৎসায় এবার থেকে এই নতুন প্রোটোকল মানা বাধ্যতামূলক করা হয়েছে। এতদিন ধরে যেভাবে কোভিড রোগীদের চিকিৎসা চলছিল ওমিক্রনের দাপটের জেরে সেখানে কিছু করার প্রয়োজন হয়ে পড়েছিল।

আরও পড়ুন-করোনায় দুঃস্থদের জন্য এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করল নবান্ন

তাই রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফে এই নতুন গাইডলাইন জারি করা হল। এর আগে অ্যান্টিবডি থেরাপির অনুমোদন দেওয়া হয়েছিল। বেশ কিছু রোগীর ওপর এই থেরাপি প্রয়োগও করা হয়েছিল। কিন্তু ৭২ ঘণ্টার মধ্যে মতবদল করল রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানান, এই পদ্ধতি অনেকদিন আগে থেকে প্রয়োগ করা হচ্ছিল। সরকারি ক্ষেত্রেও এই পদ্ধতিতে চিকিৎসা হয়েছে। তবে প্রোটোকল আকারে বের করতে একটু দেরি হয়েছে বলেও জানান তিনি।

Latest article