করোনায় দুঃস্থদের জন্য এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করল নবান্ন

করোনার সংক্রমণ বৃদ্ধির সময় কেউ যেন না খেয়ে থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার।

Must read

করোনার সংক্রমণ বৃদ্ধির সময় কেউ যেন না খেয়ে থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। দুঃস্থদের বাড়ি বাড়ি খাবার পৌঁছনোর নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwivedi)। মঙ্গলবার, সব জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে। চাল, ডাল, মুড়ি, বিস্কুট প্যাকেট করে পৌঁছে দেওয়া হবে। স্থানীয় পুলিশের (Police) সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে নবান্ন (Nabanna)।

আরও পড়ুন-কোভিডবিধি মেনেই হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

রাজ্যে করোনার (Corona) সংক্রমণ নিয়ে সরকারের তরফে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় কনটেনমেন্ট (Contentment) এবং মাইক্রো কনটেনমেন্ট জোন (Zone) তৈরী হয়েছে। যার ফলে আবার নতুন করে দিনমজুরি করা মানুষের কর্মসংস্থানের সমস্যা হচ্ছে। সংক্রমণ বাড়লে আগামী দিনে এই সমস্যা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে চাইছে না। একজন মানুষকেও যাতে না খেয়ে থাকতে না হয় তার জন্য প্রথম থেকেই প্রস্তুত রাজ্য সরকার। চাল, ডাল, বিস্কুট-সহ শুকনো খাবার দুঃস্থদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রত্যেক জেলাশাসককে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনে জেলা প্রশাসনকে পুলিশের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন-কলকাতায় তিনটি গার্লস কলেজে ইউনিট খুললো TMCP

যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁদেরও জন্যও নবান্নের তরফে এই ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া কোভিড পরিস্থিতিতে কোনও মানুষ যদি কোনও সমস্যায় পড়েন, বিশেষ প্রয়োজনীয় জিনিস, ওষুধ দরকার হয় তাহলে সাহায্যের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Latest article