কোণঠাসা হার্দিকদের সামনে আজ লখনউ

Must read

আমেদাবাদ: পরপর দুটো হারের ধাক্কা পুরোপুরি সামলে ওঠার আগেই মঙ্গলবার ফের আইপিএলের ২২ গজে নামছে মুম্বই ইন্ডিয়ান্স (Lucknow Super Giants-MI)। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে মুম্বই। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচ হেরে খুব একটা স্বস্তিতে নেই হার্দিক পান্ডিয়াদের প্রতিপক্ষ লখনউ সুপারজায়ান্টসও। ৯ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া লখনউকে (Lucknow Super Giants-MI) প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য মুম্বইকে হারাতেই হবে।

আরও পড়ুন- দাদার গড়ে বাদশার বাজিমাত

তবে মঙ্গলবারের ম্যাচে আলাদা করে নজর থাকবে কে এল রাহুলের দিকে। টি-২০ বিশ্বকাপের দলে থাকার জন্য রাহুলের লড়াই ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসনের সঙ্গে। টি-২০ ফরম্যাটে বরাবরই রাহুলের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। এবারের আইপিএলে ১৪৪.২৭ স্ট্রাইক রেটে মোট ৩৭৮ রান করেছেন রাহুল। কিন্তু পন্থ ও স্যামসনের স্ট্রাইক রেট যথাক্রমে ১৬০.৬০ এবং ১৬১.০৮! মুম্বইয়ের বিরুদ্ধে একটা ঝোড়ো ইনিংস কিন্তু রাহুলের জন্য বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে।
মুম্বইয়ের মাথাব্যথা আবার অধিনায়ক হার্দিকের বোলিং। এবারের আইপিএলে ৯টি ম্যাচের মধ্যে সাতটিতে বল করেছেন হার্দিক। সাকুল্যে ১৯ ওভার বল করে রান দিয়েছেন ২২৭! ওভারপিছু রান ১১.৯৪! উইকেট নিয়েছেন মাত্র চারটি। হার্দিক একা নন, জসপ্রীত বুমরা ছাড়া মুম্বইয়ের বাকি বোলারদের পারফরম্যান্সও রীতিমতো হতশ্রী। ব্যাটিংয়ে শেষ দুটো ম্যাচে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। ঈশান কিশানের ব্যাটেও ধারাবাহিকতার অভাব রয়েছে। তবে আরও একটা হার মানেই প্লে-অফের ওঠার রাস্তা কার্যত বন্ধ হয়ে যাওয়া। তাই যেভাবেই হোক, লখনউয়ের বিরুদ্ধে জিতেই মাঠ ছাড়তে চাইছে মুম্বই শিবির।

Latest article