সীমার চাকরি বহাল, কিন্তু অথৈ জলে আরেক ক্যানসার-আক্রান্ত

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : ক্যানসার-আক্রান্ত সোমা দাসের (Soma Das) চাকরি বহাল থাকলেও আদালতের রায়ে চাকরিহারা বাঁকুড়ার ক্যানসার-আক্রান্ত গ্রুপ সি কর্মী বিধান বাউড়ি। আদালতের যে রায়ে রাজ্যের ২৫ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল হয়েছে, মানবিক কারণ দেখিয়ে সেই রায়েই চাকরি বহাল থেকেছে সোমা দাসের (Soma Das)। কিন্তু বাঁচেনি বাঁকুড়ার গ্রুপ সি পদে নিযুক্ত আরেক ক্যানসার আক্রান্তের। কীভাবে চলবে চিকিৎসা বা সংসার, ভেবে কূল পাচ্ছে না বাঁকুড়ার ঘোড়ামূলি গ্রামের বিধান বাউড়ির পরিবার। বিধানের জন্ম নিম্নবিত্ত পরিবারে। মা সনকা অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লেখাপড়া শেখান। ২০১৬-য় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে গ্রুপ সি পদে চাকরি পান বিধান। চাকরি মুখে হাসি ফোটায় পরিবারে। ঋণ নিয়ে মাথা গোঁজার জন্য পাকা বাড়ি তৈরি করেন। কিন্তু সুখ স্থায়ী হয়নি। ২০২২-এর গোড়ায় ধরা পড়ে ক্যানসার। দিল্লি এইমসে চিকিৎসা চলছে। এরই মাঝে আদালতের রায়ে হঠাৎ চাকরি হারিয়ে দিশেহারা বিধান ও তাঁর পরিবার।

আরও পড়ুন-দেবেগৌড়ার নাতির যৌন কেলেঙ্কারি ভোটের মাঝেই ঘোর সঙ্কটে বিজেপি

Latest article