প্রতিবেদন : উদ্বেগ বাড়াচ্ছে করোনা। পরপর আক্রান্ত হচ্ছেন হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। কলকাতার একাধিক হাসপাতালে বহু চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। এবার এসএসকেএমে করোনা-ত্রাস। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ জন চিকিৎসক। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে তড়িঘড়ি করে বৈঠক ডেকে আইসোলেশনের মেয়াদ কমিয়ে ৫ দিন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ন্যাশনাল মেডিক্যাল কলেজের ১৬৯ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন-গঙ্গাসাগরে এবার টিকা আইসোলেশন
দ্রুত খালি করে দেওয়া হচ্ছে হস্টেল। ইতিমধ্যেই হস্টেল খালি করে দেওয়া হয়েছে আর জি করেও। সেখানে আক্রান্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের আইসোলেশনে রাখার ব্যবস্থা হয়েছে। করোনার কারণে রোগী ভর্তি বন্ধ চিত্তরঞ্জন হাসপাতালে। বাদ যাচ্ছে না জেলার হাসপাতালগুলিও। হাওড়ার উলুবেড়িয়া হাসপাতালেও করোনার থাবা। ৬ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। হুগলির পোলবা হাসপাতালে এক চিকিৎসক এবং ৩ জন নার্সিং স্টাফ করোনা আক্রান্ত। আতঙ্ক বেড়েছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তার, নার্স-সহ ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে। করোনা আক্রান্ত হয়েছেন সিএবির প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। রিপোর্ট পজিটিভ এসেছে প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার। হোম আইসোলেশনে রয়েছেন তিনি। কলকাতা মেডিক্যাল কলেজেও আক্রান্ত ১৬০ জন।