পাণ্ডবেশ্বরে হবে অটো হাব

এই সড়কের পাশেই প্রায় ৩০০ জন ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকানির্বাহ হত। সড়ক সম্প্রসারণের ফলে তাঁদের দোকানপাট অন্যত্র সরাতে হয়েছে।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ৯১ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে অটো হাব। যেখানে গাড়ি-সংক্রান্ত একটা সম্পূর্ণ বাজার থাকবে। যা এলাকার অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করবে। মূলত পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগেই এই হাব তৈরি হতে চলেছে। পাণ্ডবেশ্বরের ওপর দিয়ে গিয়েছে ৬০ নম্বর জাতীয় সড়ক। এই সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ফলে বহু মোটর গাড়ির গ্যারাজ ও গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকানপাট সরানো হয়েছে এলাকা থেকে।

আরও পড়ুন-দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন

এই সড়কের পাশেই প্রায় ৩০০ জন ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকানির্বাহ হত। সড়ক সম্প্রসারণের ফলে তাঁদের দোকানপাট অন্যত্র সরাতে হয়েছে। তাতে সাময়িকভাবে ক্ষতির মুখে পড়েছিলেন উচ্ছেদ-হওয়া ব্যবসায়ীরা। তাঁরা সম্প্রসারণের কাজে বাধা হয়ে দাঁড়ান। সেই জট কাটাতে উদ্যোগ নেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেছিলেন, খুব শিগগিরই পাণ্ডবেশ্বরে তৈরি হবে অটো হাব। যেখানে গাড়ি সংক্রান্ত একটা সম্পূর্ণ বাজার থাকবে। তাঁর কথামতোই পাণ্ডবেশ্বরে প্রায় ৯১ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে অটো হাব। ইসিএলের সিএসআর তহবিল থেকে তৈরি হবে এই হাব বলে জানান নরেন্দ্রনাথ। এটি তৈরি হলে এলাকার অর্থনৈতিক মানচিত্রেও আসবে ইতিবাচক অগ্রগতি বলে আশা প্রকাশ করেন বিধায়ক ।

Latest article