অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ : সমস্যার সমাধান। এবার নতুন ছাত্রাবাস পাচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারের উদ্যোগে দ্রুত কাজ শুরু হবে এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘১৮০ শয্যার এই ছাত্রাবাস গড়ে তোলার কাজ দ্রুত শুরু হবে। উপাচার্যের সঙ্গেও কথা বলেছি।’
আরও পড়ুন-দার্জিলিংকে নতুন করে সাজানো হবে, নয়া উদ্যোগ রাজ্য সরকারের
নতুন ছাত্রাবাস গড়ে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়েও মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন কর্তৃপক্ষ এবং অধ্যাপকরা। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত প্রয়োজনে অধ্যাপকদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন,‘উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকের সঙ্গে বিভিন্ন বিষয়ে সদার্থক আলোচনা হয়েছে। তাঁদের কিছু সমস্যার কথা আমাকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি পুরো বিষয়টি জানাব। দ্রুত সব সমস্যার সমাধান হবে।’
আরও পড়ুন-বিজেপির ভাঁওতা ফের প্রকাশ্যে, ভ্যানচালকের পাশে সেই রাজ্যই
উপাচার্য অনিল ভুইমালি এই প্রসঙ্গে বলেন, ‘আমরা মালদহ গিয়ে মন্ত্রীর কাছে নিজেদের দাবি জানিয়েছিলাম। তিনি আশ্বাস দিয়েছিলেন। তিনি কথা রেখেছেন। আমরা মন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’ উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য নতুন হোস্টেলের দাবি ছিলই। নির্বাচনের কারণে বিষয়টি থমকেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার শুরু হল কাজ।