দার্জিলিংকে নতুন করে সাজানো হবে, নয়া উদ্যোগ রাজ্য সরকারের

Must read

দার্জিলিঙ: পর্যটকদের কাছে দার্জিলিঙ চিড়িয়াখানার গুরুত্ব বাড়াতে নয়া উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত চিড়িয়াখানা ঘুরে দেখলেন বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। সৌন্দর্যায়নের জন্য কী প্রয়োজন, পশু-পাখিদের পরিচর্চা, বিভিন্ন ধরণের গাছ লাগানো পুরো বিষয়টি নিয়ে চিড়িয়াখানার অধিকর্তার সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন-করোনায় এগরাবাসীর কথা, ফেসবুকে শুনবেন বিধায়ক

বিরবাহা বলেন, ‘মন্ত্রী হওয়ার পর আমি প্রথম দার্জিলিঙ এলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত ঘুরে দেখলাম চিড়িয়াখানা। পাহাড়ে সৌন্দর্যায়নের পাশাপাশি দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক নিয়ে মুখ্যমন্ত্রীর একাধিক ভাবনা রয়েছে। অধির্কতার সঙ্গে কথা বলেছি, আমি সমস্ত রিপোর্ট দেব। দ্রুত সৌন্দার্যায়নের কাজ শুরু হবে। এর ফলে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে দার্জিলিঙ।’

Latest article