করোনায় এগরাবাসীর কথা, ফেসবুকে শুনবেন বিধায়ক

Must read

শান্তনু বেরা, এগরা: করোনা পরিস্থিতিতে তিনি এলাকার সব মানুষের কাছে গিয়ে সুবিধে-অসুবিধের কথা জানতে পারছেন না। তাই এলাকার মানুষদের সঙ্গে নিবিড় জনসংযোগ রক্ষা করতে এবং তাঁদের বিভিন্ন সুখ-দুঃখের কথা শুনতে অভিনব কর্মসূচি নিলেন এগরার তৃণমূল কংগ্রেস বিধায়ক তরুণকুমার মাইতি। শুরু করছেন, ‘টক টু- এমএলএ’ কর্মসূচি।

আরও পড়ুন-হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন

৩ আগস্ট এই কর্মসূচি শুরু হবে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত লাইভে থাকবেন এগরার এই বিধায়ক। এগরাবাসী এই অনুষ্ঠানে তাঁদের সুবিধা-অসুবিধার কথা সরাসরি বিধায়ককে জানাতে পারবেন। ইতিমধ্যেই এই কর্মসূচির প্রচার শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিধায়কের দুটি মোবাইল নম্বর দিয়ে এগরার বাসিন্দাদের যোগাযোগ করতে বলা হচ্ছে।

হঠাৎ কেন এই কর্মসূচি? তরুণকুমার বললেন, ‘এলাকার বাসিন্দাদের সুখ-দুঃখের সাথী হতে চাই। তাঁদের অভাব-অভিযোগ শুনে সাধ্যমতো তা সমাধানের চেষ্টা করব। তাছাড়া আগামী ১৬ অগাস্ট থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। সেই সম্পর্কেও সমস্ত এগরাবাসীকে এই অনুষ্ঠানের মাধ্যমে নানা তথ্য জানাতে চাই।’ দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে এগরার বাসিন্দাদের কোন কোন বিষয়ে চাহিদা বেশি রয়েছে, তা দেখে নিতে চান বিধায়ক। তাঁর দাবি, সরকারের নানা পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন-বিজেপির ভাঁওতা ফের প্রকাশ্যে, ভ্যানচালকের পাশে সেই রাজ্যই

এই কর্মসূচি যাতে একশো শতাংশ সফল হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে। প্রয়োজনে আগামিদিনে এগরার সমস্ত অঞ্চলে জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের নিয়ে সভা করা হবে। মানুষের অভাব-অভিযোগের কথা শুনতে পাশের বিধানসভা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ইতিমধ্যে ‘দুয়ারে বিধায়ক’ কর্মসূচি শুরু করেছেন। তারপর এগরার বিধায়ক তরুণকুমার মাইতিও জনসংযোগমূলক কর্মসূচি ‘টক টু– এমএলএ’ শুরু করায় খুশি এগরা বিধানসভা এলাকার বাসিন্দারা। পিন্টু জানা বলেন, ‘নতুন বিধায়ক তরুণবাবুকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠানে আমরা পাই। তার উপর এমন জনসংযোগমূলক কর্মসূচি আমাদের কাছে রীতিমতো উপরি পাওনা। এমন কর্মসূচির ফলে এগরার মানুষের উন্নতি ত্বরান্বিত হবে বলে মনে করছি। এর জন্য আমরা বিধায়ককে ধন্যবাদ জানাই।’

Latest article