প্রতিবেদন : বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে করোনার নয়া স্ট্রেন ওমিক্রনকে রুখতে তৎপর কেন্দ্র। সেই কারণে ফের সরকারি কর্মীদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞরা বলছেন, একজনের আঙুলের ছাপের উপর আরেকজন আঙুলের ছাপ দিলে করোনা কিংবা ওমিক্রন ছড়ানোর প্রবল সম্ভবনা থাকে।
আরও পড়ুন-আরও কম খরচে ওমিক্রন পরীক্ষা
যে কারণে এই বিশেষ ব্যবস্থা নিল সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই বিষয়ে ট্যুইট করে লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে বাড়ছে কোভিড। সেই কারণে সরকারি কর্মী, আধিকারিকদের বায়োমেট্রিক হাজিরার বিষয়টি স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বায়োমেট্রিক হাজিরা বন্ধ থাকবে। সরকারি কর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’