দেশের ট্রেন চালানোর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে সৌদি আরবে (Saudi Arabia)। এবার সে দেশে মহিলাদের হাই স্পিড ট্রেন চালাতে দেখা যাবে। ইতিমধ্যেই বাছাই করা ৫০ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালের ২ জানুয়ারি থেকেই সৌদির (Saudi Arabia) মহিলারা ট্রেন পরিচালনার দায়িত্ব পালন করবেন। জানা গিয়েছে, ২২ থেকে ৩০ বছর বয়সি পলিটেকনিক পাস করা ৫০ জন মহিলাকে পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হয়েছে। তাঁদের রেলওয়ে সংক্রান্ত সমস্ত কিছুর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক বছরের বেশি সময় ধরে চলবে প্রশিক্ষণ। যে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাঁদের মাসিক ৪ হাজার সৌদি রিয়াল ভাতা, বোনাস ও অন্য সুযোগ সুবিধাও দেওয়া হবে।
আরও পড়ুন-ক্ষেপণাস্ত্র পরীক্ষা