হাওড়ায় কোভিড-যুদ্ধে তৃণমূল কংগ্রেস

Must read

প্রতিবেদন : হাওড়ায় কোভিড (Covid in Howrah) সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পুর এলাকায় প্রতিটি থানায় সপ্তাহে একদিন করে বাজার ও দোকানপাট পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। এবার বাজারে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হল। পাশাপাশি জেলায় ৪১টি মাইক্রো কন্টেনমেন্ট জোন করে সংক্রমিত এলাকাগুলিকে ঘিরে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে কোভিডবিধি ঠিকঠাক মানা হচ্ছে কিনা তার জন্য সর্বত্র পুলিশি নজরদারি চলছে।

বুধবার বালিতে পুলিশের উদ্যোগে মাস্ক (Mask) বিলি করা হয়। এই ব্যাপারে মানুষকে সচেতনও করা হয়। সোম ও মঙ্গলবার এই দু’দিনে কোভিডবিধি (Covid in Howrah) না মানার অভিযোগে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police) মোট ২৩০ জনকে গ্রেপ্তার করেছে। বিপর্যয় মোকাবিলা আইনে ২৯টি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন-মেঘলা আবহাওয়ায় পাইলটের ভুলেই ভেঙে পড়েছিল রাওয়াতের কপ্টার, বলছে রিপোর্ট

বৃহস্পতিবার পুলিশি ধরপাকড় আরও বেড়েছে। হাওড়া পুরনিগম ও পুলিশের তরফে যৌথভাবে শহরের প্রতিটি বাজারে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মীরাও মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছেন। বিভিন্ন জায়গায় মানুষকে এই ব্যাপারে সচেতন করছেন দলের কর্মীরা। সংক্রমিত এলাকাগুলি দাঁড়িয়ে থেকে জীবাণুমুক্ত করাচ্ছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা। পাশাপাশি তৃণমূল নেতৃত্বের তরফে কোভিড-আক্রান্ত পরিবারগুলিকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। কারও কোনওরকম প্রয়োজন হলে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের কর্মীরা।

Latest article