মেঘলা আবহাওয়ায় পাইলটের ভুলেই ভেঙে পড়েছিল রাওয়াতের কপ্টার, বলছে রিপোর্ট

Must read

প্রতিবেদন : পাইলটের ভুলেই দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের (Bipin Rawat) কপ্টার ভেঙে (Helicopter Crash) পড়েছিল। কপ্টার দুর্ঘটনার তদন্তে গঠিত তিন সদস্যের কমিটি তাদের রিপোর্টে এমনটাই জানিয়েছে বলে খবর।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাইলট সামনের কিছু দেখতে পাননি। সে-কারণেই পাইলট কপ্টারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরই কপ্টারটি পাহাড়ে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

কপ্টার দুর্ঘটনার তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। যার নেতৃত্বে ছিলেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। তাঁর সঙ্গে ছিলেন বায়ুসেনা ও নৌসেনার প্রধান।

আরও পড়ুন-ফাঁকা সভা, কৃষক বিক্ষোভে আটকে গিয়ে মোদির নাটক

কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। কপ্টারের ব্ল্যাকবক্স (Black Box) এবং ফ্লাইট ডেটা রেকর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখেন তাঁরা। তারপরই ওই কমিটি দুর্ঘটনার পিছনে কোনও অন্তর্ঘাত বা যান্ত্রিক ত্রুটির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁরা বলেছেন, ঘটনার দিন দৃশ্যমানতা ছিল খুব কম। তাই কপ্টারের নিয়ন্ত্রণ পাইলটের হাতে থাকলেও কপ্টারটি ‘কন্ট্রোল ফ্লাইট ইনটু টেরেন’-এর মধ্যে গিয়ে পড়েছিল। সে কারণেই কপ্টারটি পাহাড়ে গিয়ে ধাক্কা মারে।

উল্লেখ্য, ২০২১-এর ১৮ ডিসেম্বর সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও ১২ জনকে নিয়ে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে কপ্টারটি ওয়েলিংটন বায়ুসেনা শিবিরের দিকে রওনা দিয়েছিল।

Latest article