এগিয়ে থেকেও জয় অধরা বাগানের

আইএসএলের ইতিহাসে দ্রুততম গোল ডেভিডের এটিকে মোহনবাগান ২ হায়দরাবাদ এফসি ২

Must read

প্রতিবেদন : ঘটনাবহুল ম্যাচে দু’বার এগিয়ে গিয়েও জয় হাতছাড়া এটিকে মোহনবাগানের (Mohun Bagan)। সেই সঙ্গে লিগ শীর্ষে ওঠার সুযোগও হাতছাড়া করল জুয়ান ফেরান্দর দল। এর জন্য অনেকটাই দায়ী বাগান গোলকিপার অমরিন্দর সিং। বুধবার হায়দরাবাদ এফসি-র সঙ্গে ম্যাচ ২-২ ড্র করায় জয়ের হ্যাটট্রিকও হল না সবুজ-মেরুনের। মোহনবাগানের দুই গোলদাতা ডেভিড উইলিয়ামস ও জনি কাউকো। হায়দরাবাদের দুই গোলদাতা ওগবেচে ও সিভেরিও। ড্র করে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই থাকল সবুজ-মেরুন। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এল হায়দরাবাদ।

এদিন প্রথম একাদশে বেশ কিছু বদল করেছিলেন মোহনবাগান (Mohun Bagan) কোচ জুয়ান ফেরানদ। রয় কৃষ্ণ, জনি কাউকোকে শুরু থেকে খেলাননি জুয়ান। রণকৌশলেও কিছুটা বদল এনেছিলেন বাগানের স্প্যানিশ কোচ। হায়দরাবাদকে চমকে দিয়ে খেলা শুরুর এক মিনিটের মধ্যে গোল পেয়ে যায় মোহনবাগান। দুরন্ত গোল করেন ডেভিড উইলিয়ামস। আইএসএলের ইতিহাসে দ্রুততম গোল করলেন তিনি।

আরও পড়ুন-করোনা : একদিনেই দেশে বাড়ল ৫৫%

কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জুয়ানের দল। গোলকিপার অমরিন্দর সিংয়ের ভুলে গোল খেয়ে বসে মোহনবাগান। সহজ লোপ্পা বলও ধরতে পারেননি এটিকে মোহনবাগানের গোলকিপার। গ্রিপ করতে গিয়ে বল পড়ে হায়দরাবাদের সুযোগসন্ধানী স্ট্রাইকার ওগবেচের পায়ে। বল জালে জড়াতে কোনও ভুল করেননি তিনি।

প্রথমার্ধের ইনজুরি টাইমে বাগানের কার্ল ম্যাকহিউ গুরুতর চোট পেয়ে বসেন। তাঁকে তুলে নিয়ে জনি কাউকোকে নামান বাগান কোচ। দ্বিতীয়ার্ধে বাগানের আক্রমণে আরও ধার বাড়ে। ৬৪ মিনিটে কাউকোর গোলে ব্যবধান ২-১ করে বাগান। কিন্তু এদিন কৃষ্ণ-উইলিয়ামস জুটিকে দেখা যায়নি। ম্যাচের ৭২ মিনিটে উইলিয়ামসকে তুলে কৃষ্ণকে নামান জুয়ান। প্রথমার্ধে বেঞ্চে বসে থাকাটা নিশ্চিতভাবেই খুশি করেনি ফিজির স্ট্রাইকারকে।

আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ দিকে খেলা হলেও ম্যাচের ইনজুরি টাইমে গোল শোধ করে দেয় হায়দরাবাদ। গোলদাতা সিভেইরো। ২-২ স্কোরলাইনে শেষ হয় খেলা। এদিনের ম্যাচেও কার্ড দেখে পরের ম্যাচের বাইরে চলে গেলেন হুগো বোউমাস।

Latest article