শাহকে তিন চ্যালেঞ্জ অভিষেকের

মঙ্গলবার পাথরপ্রতিমার জনসভা থেকে ৩টি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : মঙ্গলবার পাথরপ্রতিমার জনসভা থেকে ৩টি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, আপনাকে তিনটি অপশন দিচ্ছি। ১. বাংলার গরিব মানুষের এক লক্ষ ৬৪ হাজার কোটি টাকা আপনারা গায়ের জোরে আটকে রেখেছেন, ছেড়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টার মধ্যে ভোট চাইতে যাবে না, রাজনীতি থেকে অবসর নেবে, কথা দিলাম। ২. গরিব মানুষের বাড়ির যে টাকা আটকে রেখেছেন, এক মাসের মধ্যে সেই টাকা ছেড়ে দিন। আমি রাজনীতি করব না, ছেড়ে দেব। আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য, নিজেদের স্বার্থে করি না। আপনারা রাজনীতির মতে বিশ্বাসী। আমরা নীতিতে বিশ্বাসী। ৩. ডায়মন্ড হারবারে এখনও মনোনয়ন দেওয়ার সময় হয়নি। আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান। আমি রাজনীতি ছেড়ে দেব।

আরও পড়ুন-অনেক হয়েছে, আর নয়

অভিষেকের সংযোজন, আমরা কেন বিজেপিকে বাংলা বিরোধী বলি? আপনারা খালি অপেক্ষা করুন সাতটা দিন। নিজের চোখেই দেখবেন এরা কীভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কলুষিত করেছে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে।
প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষে তাঁর বক্তব্য, উনি বলেছেন, মহারাষ্ট্রকে বাংলা হতে দেব না। আপনাদের নেতাদের ১০০ বার জন্ম নিতে হবে বাঙালি হতে গেলে বাঙালির ইতিহাস- সংগ্রাম- আন্দোলন, বাংলার মানুষের হার না-মানা লড়াইয়ের মানসিকতা জানতে গেলে।
এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এখনও পর্যন্ত বিজেপি এখানে আসেইনি। ১ জুন নির্বাচন। এখনও একমাস বাকি। ভোটের সাতদিন আগে মুখ দেখাতে আসবে। সঙ্গে মিথ্যাচারের বুলি আওড়াবে। এই প্রসঙ্গে এদিন যোগী আদিত্যনাথের কথা উল্লেখ করে অভিষেকের কটাক্ষ, দিল্লি থেকে বিজেপি নেতারা ভোটের সময় বাংলায় আসে ভাষণ দিতে। আজও এসেছেন বীরভূমে। কিন্তু জায়গার নামটাই জানেন না। বীরভূমকে বলছেন বীরভূমি। কয়েক দিন আগে অমিত শাহ বালুরঘাটে সভা করতে এসে বলেছেন বেলুরঘাট। এই তো হচ্ছে ওঁদের অবস্থা। এঁরা আবার বাংলার মানুষের জন্য নাকি অনেক কিছু করবেন। মঙ্গলবারের ৪৩ ডিগ্রি গরমেও পাথরপ্রতিমার সভা ছিল জনসমুদ্রের মতো। উচ্ছ্বসিত অভিষেক বলেন, আমরা সারা বছর মানুষের পাশে থাকি। শুধু ভোটের সময় ভোট চাইতে আসি না।

আরও পড়ুন-দিনের কবিতা

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুর ও জয়নগর— এই চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোনটিতে তৃণমূল বেশি ভোট পাচ্ছে এবার তার লড়াই হবে। চারটিতেই আমরা ভাল ব্যবধানে জিতব। এবার দেখার কোন কেন্দ্রের ব্যবধান বেশি হচ্ছে। মঙ্গলবার মথুরাপুরের পাথরপ্রতিমায় জনসভার মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্যের মধ্য দিয়েই একটা জিনিস স্পষ্ট, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিরোধীদের দাঁত ফোটানোর মতো জায়গা নেই। চ্যালেঞ্জ অভিষেকের। তিনি বলেন, এর আগে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ করেছিলাম। ১৫০০ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও সেই চ্যালেঞ্জ মোদি- শাহ গ্রহণ করতে পারেননি।

Latest article