ফাইনালের মহড়া শুরু আজ, অনলাইনে টিকিটের চাহিদা তুঙ্গে

মরশুম শেষে ‘এ’ লিগ ছেড়ে আইএসএলের ক্লাবে আসছেন বলে শোনা যাচ্ছে। মোহনবাগানের বড় অঙ্কের প্রস্তাব রয়েছে বলে সূত্রের খবর।

Must read

প্রতিবেদন : লিগ-শিল্ড ঘরে তোলার পর আইএসএল কাপ জয়ের হাতছানি মোহনবাগানের সামনে। প্রথমবার আইএসএলে দ্বিমুকুট এবং মরশুমে ত্রিমুকুট জয়ের সামনে দাঁড়িয়ে আন্তোনিও লোপেজ হাবাসের দল। শনিবার ভরা যুবভারতীতে সমর্থকদের গর্জনের সামনে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ গতবারের চ্যাম্পিয়নদের। চূড়ান্ত লড়াইয়ে দিমিত্রি পেত্রাতোসদের সামনে সেই মুম্বই-কাঁটা। সপ্তাহ দুয়েক আগে যুবভারতীতেই প্রথমবার আইএসএলে মুম্বইকে হারিয়ে লিগ-শিল্ড জিতেছিল মোহনবাগান। আবারও সেই মুম্বই চ্যালেঞ্জ টপকে নতুন ইতিহাস গড়ার সুযোগ দিমিত্রি, লিস্টন কোলাসোদের সামনে।

আরও পড়ুন-শত্রুঘ্নর রোড শোয়ে মানুষের ঢল

মঙ্গলবার থেকে অনলাইনে ফাইনালের টিকিট ছেড়েছে এফএসডিএল। ফাইনাল মোহনবাগানের হোম ম্যাচ হিসেবে দেখা হবে না। টিকিট বিক্রি, বণ্টনের দায়িত্বে আইএসএল। ফলে আর ৫০, ১০০ টাকার টিকিট নয়, ১৫০ থেকে টিকিটের দাম শুরু। রয়েছে ২০০, ৩০০, ৫০০ টাকার টিকিট। তবে যা খবর, প্রথম দিনেই যা টিকিট ছাড়া হয়েছে তা নিঃশেষিত। অফলাইন টিকিট দেওয়া হবে কি না, জানা যায়নি। আজ, বুধবার ফাইনালের প্রস্তুতি শুরু করছে মোহনবাগান। সেমিফাইনাল জেতার পর মঙ্গলবার অনুশীলনে ছুটি দিয়েছিলেন হাবাস। বুধবার থেকে মুম্বই-বধের রণকৌশল তৈরি করবেন বাগানের স্প্যানিশ বস।

আরও পড়ুন-ফেডারেশনের উদ্যোগে সংগ্রহশালা হতে পারে কলকাতায়

মুম্বই কয়েকদিন আগে যুবভারতীতে মোহনবাগানের কাছে হারলেও দারুণ বেগ দিয়েছিল। গোয়াকে যেভাবে পিটার ক্র্যাটকির দল হারিয়েছে তাতে লালিয়ানজুয়ালা ছাংতে, জর্জ পেরেরা দিয়াজদের নিয়ে আলাদা পরিকল্পনা করতেই হচ্ছে হাবাসকে। শুধু আক্রমণভাগই নয়, মুম্বইয়ের রক্ষণও দারুণ শক্তিশালী। গোল করার পাশাপাশি এবার কম গোলও খেয়েছে তারা। তাই সেমিফাইনালের মতো সুযোগ নষ্ট করা চলবে না। তবে যে দাপট নিয়ে ওড়িশাকে হারিয়েছে তাতে অনেকেই মনে করছেন, ফাইনালে এগিয়ে থাকবে মোহনবাগান। প্রাক্তন ফুটবলার সাব্বির আলি বলছেন, ‘‘মোহনবাগানই এগিয়ে ফাইনালে। দুটো দলেরই আক্রমণভাগ ধারালো। তবে মোহনবাগান ঘরের মাঠে খেলবে। লিগ-শিল্ড জয়ের আত্মবিশ্বাস রয়েছে। তাই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি ওদেরই।’’ এদিকে, মেলবোর্ন সিটির তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের মোহনবাগানে আসা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মরশুম শেষে ‘এ’ লিগ ছেড়ে আইএসএলের ক্লাবে আসছেন বলে শোনা যাচ্ছে। মোহনবাগানের বড় অঙ্কের প্রস্তাব রয়েছে বলে সূত্রের খবর।

Latest article