দ্বিতীয় ডোজের সঙ্গে বুস্টার ডোজের ব্যবধান ৯ মাস

Must read

প্রতিবেদন : আইসিএমআর (ICMR) এবং ফরিদাবাদের ট্রান্সলেশনাল হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট-এর উদ্যোগে পরিচালিত পাঁচটি বৈজ্ঞানিক গবেষণার ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় এবং তৃতীয় ডোজগুলির (Booster Dose) মধ্যে ব্যবধান ৯ মাসের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-ফাঁকা সভা, কৃষক বিক্ষোভে আটকে গিয়ে মোদির নাটক

৯ মাসের মাথায় এই বুস্টার ডোজের (Booster Dose) মানে হল এই, গত বছরের ১০ এপ্রিলের মধ্যে যাঁরা প্রাথমিক টিকাদানের সময়সূচিতে দ্বিতীয় ডোজটি পেয়েছিলেন তাঁরাই সতর্কতামূলক ভ্যাকসিনের প্রাথমিক ডোজগুলি গ্রহণ করবেন। অর্থাৎ, প্রধানত স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মীরাই প্রথম এই বুস্টার ডোজ পাবেন। সর্বপ্রথমে এঁদেরই টিকা দেওয়া শুরু হয়ছিল গত ১৬ জানুয়ারি থেকে। ১ মার্চ থেকে দেশের ৬০ বছরের বেশি বয়সী এবং ৪৫-এর বেশি বয়সী যাঁদের কোমর্বিডিটি ছিল তাঁদের টিকা দেওয়া শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ১ মে পর্যন্ত দেশের ১.১১ কোটি জনগণ টিকার দুটি ডোজ গ্রহণ করেছেন। ডোজের কোনও মিক্সিং হবে না। অর্থাৎ, যে টিকা আগে নিয়েছেন, সেই টিকাই নিতে হবে। ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া হবে।

Latest article