মানস দাস, মালদহ : দাম কম। উন্নত মান। আর তাতেই এক মাসেই বাজিমাত সুফল বাংলা (Sufal Bangla) স্টলের। সুফল বাংলা (Sufal Bangla) স্টল রীতিমতো সাড়া ফেলেছে গোটা মালদহ জেলায়। সরকারি লোগো যুক্ত জিনিস কিনতে নিয়ম করে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। রাসায়নিকমুক্ত জিনিসপত্র মিলছে, তাও সরকারি মূল্যে। খাঁটি তুলাইপাঞ্জি-গোবিন্দভোগ চাল, ডাল, মশলা, খাঁটি সর্ষের তেল, মধু-সহ নানান দ্রব্য মিলছে সুলভ মূল্যে। সৌজন্যে রাজ্য কৃষিবিপণন দফতর। ক্রেতারা সরাসরি কিনতে পারছেন। আগামীদিনে অ্যাপসের মাধ্যমে অনলাইনেও কিনতে পারবেন। জানা গিয়েছে, কৃষি বিপণন দফতরের পক্ষ থেকে কৃষিজাতপণ্য বিশেষত চাল, ডাল, সরিষার তেল, ঘি, মধু প্রভৃতিকে বাজারজাত করার উদ্যোগ শুরু হয়েছে।
আরও পড়ুন-হাওড়ায় কোভিড-যুদ্ধে তৃণমূল কংগ্রেস
কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে তুলাইপাঞ্জি, গোবিন্দভোগ চাল, হরিণঘাটার মাংস, ডাল, তেল, মশলা কিনে উন্নত প্রযুক্তিতে প্যাকেটজাত করে বাজারে আনছে কৃষিবিপণন দপ্তর। এই উদ্দেশে রাজ্য কৃষিবিপণন দফতরের সঙ্গে কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি মৌ স্বাক্ষর হয়েছে। উদ্দেশ্য, ভেজালের বাড়বাড়ন্ত রুখে ন্যায্যদামে খাঁটি খাদ্যদ্রব্য দেওয়া। অ্যাপস চালু হলে ঘরে বসেই জিনিস কিনতে পারবেন। ইতিমধ্যেই রাজ্যের স্বনির্ভর দলের মহিলা সদস্যাদের প্রশিক্ষণ দিয়ে মশলা তৈরির কাজ শুরু হয়েছে। খাঁটি ঘানির তেল ও সরিষার তেল প্রস্তুতেরও কাজ শুরু হয়েছে। মালদহ সুফল বাংলা স্টলের অন্যতম কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন মানুষকে পরিষেবা দিতে হবে। ভেজালমুক্ত খাবার ন্যায্য দামে দিতে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, তাঁর নির্দেশ পালনের।’