সংবাদদাতা, করণদিঘি : বাড়ছে করোনা সংক্রমণ। মোকাবিলায় জারি হয়েছে সরকারি নির্দেশিকা । তাই জনসচেতনতার কারণে বন্ধ হয়ে হল রসাখোয়ার শ্মশান কালী পূজার বাউল উৎসব। বৃহস্পতিবার করণদিঘি থানার আইসি সৌম্যজিৎ রায় ও করণদিঘি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ তামাং সহ রসাখোয়া ফাঁড়ির আইসি সুজিত রঞ্জন পালের নেতৃত্বে পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা কালী পূজার বাউল উৎসব কমিটির সদস্যদের সঙ্গে করোনা নিয়ে বৈঠক করেন।
আরও পড়ুন-কোভিড সামলাতে তৈরি মালদহ প্রশাসন
সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, করোনাবিধি লাগু হওয়ার কারণে ৫০ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না। তাই সরকারি বিধিনিষেধ থাকার কারণেই বাউল উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মেলা কমিটির সদস্য বিভূতিভুষন রায় জানান, করোনা বিধিনিষেধ থাকার কারণেই মেলা ও বাউল উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। ব্লক প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান পূজা ও মেলা কমিটির উদ্যোক্তারা।