রবিবাসরীয় সকালে দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা

বিমান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কায় যাত্রীদের জন্য গাইডলাইন জারি করল এয়ার ইন্ডিয়া (Air India travel advisory)।

0
30

প্রবল ঠান্ডা আর কুয়াশার জোড়া ইনিংসে কাবু দেশের রাজধানী। মৌসম ভবনের (IMD) পূর্বাভাস মিলিয়ে রবিবাসরীয় সকাল থেকে ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়েছে দিল্লি (Delhi)। কমেছে দৃশ্যমানতা, ব্যাহত গণপরিবহন ব্যবস্থা। বিমান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কায় যাত্রীদের জন্য গাইডলাইন জারি করল এয়ার ইন্ডিয়া (Air India travel advisory)।

আরও পড়ুন-ইন্ডিগোকে ২২ কোটি টাকা জরিমানা ডিজিসিএ-র!

সূত্রের খবর দৃশ্যমানতার সমস্যায় দুর্ঘটনা এড়াতে রবিবার সকালে দিল্লি এয়ারপোর্ট (Delhi Airport) থেকে বেশ কিছু উড়ান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক ফ্লাইটের সময়সূচি বদলাতে পারে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি তাদের বিশেষ ‘ফগ-কেয়ার’ উদ্যোগ চালু করেছে।যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জারি করা জরুরি ট্রাভেল অ্যাডভাইজারিতে (Air India advisory) কুয়াশার কারণে যেসব ফ্লাইট দেরিতে চলবে, সেই যাত্রীরা অতিরিক্ত কোনও খরচ ছাড়াই ফ্লাইটের সময় পরিবর্তন করতে পারবেন। এমনকি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিলেও কোনও পেনাল্টি ছাড়াই সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। বিমানবন্দর (Delhi Airport) কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীরা ফ্লাইট ধরার জন্য বাড়ি থেকে বেরোনোর সময় যেন সংশ্লিষ্ট এয়ালাইন্সের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে আপডেট নিয়ে নেন।