সংবাদদাতা, হাওড়া : পূর্বরেলের হাওড়া সহ বিভিন্ন শাখায় কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এর মধ্যে ট্রেনের চালক, গার্ড, টিকিট পরীক্ষক, বুকিং কাউণ্টারের কর্মী, রেলের ওয়ার্কশপ, লিলুয়া ও টিকিয়াপাড়া কারশেডে কর্মরত বহু কর্মী গত কয়েক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় তৃতীয় ঢেউয়ে পূর্বরেলে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় হাজার ছুঁইছুঁই।
আরও পড়ুন-করোনা রোগীদের রান্না করা খাবার
জানা গেছে, শুক্রবার পূর্বরেলের বিভিন্ন ডিভিশনে ৩০০জন কর্মচারীর করোনা পরীক্ষা করা হলে তার মধ্যে ২৮৫জনের রিপোর্ট পজিটিভ আসে। যারা আক্রান্ত হচ্ছেন সরকারি নির্দেশিকা অনুযায়ী তাদের ৭দিনের হোম আইসোলশনে থাকতে বলা হচ্ছে। তবে কর্মচারীরা আক্রান্ত হলেও পরিষেবার কোনও ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছেন পূর্বরেলের মূখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। তিনি জানান ‘এবার সুস্থতার হার অনেক দ্রুত হওয়ায় কর্মচারীরা আক্রান্ত হলেও পরিষেবায় সেভাবে কোনও সমস্যা হবে না।
আরও পড়ুন-মাস্ক ছাড়া বাজারে এলেই জুটছে গদার প্রহার
পরিষেবা ঠিকঠাকই চালু থাকবে।’ তবে যেভাবে রেলকর্মীরা কোভিডে আক্রান্ত হচ্ছেন তাতে আগামীদিনে পরিষেবা কতটা স্বাভাবিক থাকবে তা নিয়ে যথেষ্টই সন্দিহান সাধারণ মানুষ। হাওড়া-বর্ধমান কর্ড লাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রণব বন্দ্যোপাধ্যায় বলেন ‘এমনিতেই রেলে কর্মীর সংখ্যা আগের তুলনায় কমে গেছে। তারওপর অনেক কর্মী কোভিডে আক্রান্ত হচ্ছেন। ফলে তাঁদের আইসোলেশনে থাকতে হচ্ছে। আক্রান্তের সংখ্যা যদি আরও বাড়ে তাহলে পরিস্থিতি যথেষ্টই ঘোরালো হয়ে উঠবে।