মাস্ক ছাড়া বাজারে এলেই জুটছে গদার প্রহার

স্থানীয় ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মল্লিকা রায়চৌধুরির উদ্যোগে এভাবেই মানুষকে কোভিড নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হল।

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : রবিবারের সকাল। হাওড়ায় মাস্ক ছাড়া বাজারে এলেই মাথায় পড়ছে হনুমানের গদা। মধ্য হাওড়ার কালীবাবুর বাজার ও সংলগ্ন এলাকার বহু মানুষ অভিনব এই ঘটনার সাক্ষী থাকলেন। স্থানীয় ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মল্লিকা রায়চৌধুরির উদ্যোগে এভাবেই মানুষকে কোভিড নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হল।

আরও পড়ুন-Sukanta Majumdar: করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ভর্তি রয়েছেন হাসপাতালে

এদিন দলেরই একজন কর্মীকে হনুমান সাজিয়ে হাতে গদা নিয়ে রাস্তায় বের হন মল্লিকা। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। কাউকে মাস্ক ছাড়া রাস্তায় দেখলেই তৎক্ষণাৎ তার কাছে গিয়ে মাস্ক পড়িয়ে দিয়েছেন এলাকার প্রাক্তন কাউন্সিলর। সেইসঙ্গে তার মাথায় হনুমানজীর গদার বাড়িও পড়ছে। পাশাপাশি মাস্ক ছাড়া আর রাস্তায় কোনও সময় বের হবেননা বলেও সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করিয়ে নেওয়া হয়েছে। এভাবেই মানুষকে কোভিড সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করেন মল্লিকা।

আরও পড়ুন-এই প্রথম রাজ্যে তৈরি হল চা-বাগান শ্রমিক ইউনিয়নের প্রাথমিক কেন্দ্রীয় কমিটি

তিনি বলেন ‘এদিনের প্রচারের পর এই এলাকার মানুষ অনেকটাই সচেতন হয়েছেন।’ এদিকে ২৭ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় অভিনব এই কোভিড-সচেতনতা প্রচারকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। যেভাবে সকাল থেকেই রাস্তায় ঘুরে ঘুরে পথচলতি মানুষদের মাথায় গদার টোকা দিয়ে হনুমানজী মাস্ক পরতে বলছেন এবং প্রাক্তন কাউন্সিলর মল্লিকা রায়চৌধুরি সহ তৃণমূল কর্মীরা তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে মাস্ক পরিয়ে দিচ্ছেন তার প্রশংসায় সরব হয়েছেন এলাকার মানুষও। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অভিযান। এমনিতেই রবিবার ছুটির দিন বাজারে লোকজনের ভিড় একটু বেশিই হয়। তাই এদিনের এই কোভিড সচেতনতা প্রচারে সাড়াও যথেষ্ঠই বেশি পাওয়া গিয়েছে।

Latest article