সংবাদদাতা, শিলিগুড়ি : জনভিত্তি নেই। পুরভোটের প্রচারের জন্য লোকজন পাচ্ছে না। শেষে নাবালক ছেলেপুলেদের লোভ দোখিয়ে, ভয় দেখিয়ে কাজে লাগাচ্ছে বিজেপি। আর তা করতে গিয়ে অমানবিকতার নজির গড়ল বিজেপি। শিশুদের দিয়ে বলপূর্বক বাঁধানো হল দলের ঝান্ডা। প্রার্থীর ধমকে কনকনে শীতের রাতে তা করতে বাধ্য হল শিশুরা। শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিধায়ক শঙ্কর ঘোষের প্রচারে দেখা গেল এমনই ছবি। শুধু তা-ই নয় দুঃস্থ শিশুদের চা ও বিস্কুটের প্রলোভন দেখানো হয় বলেও অভিযোগ। দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান অলক চক্রবর্তী এই কাজের তীব্র নিন্দা করেছেন।
আরও পড়ুন-বিধাননগরে তিনি অন্নপূর্ণা
তিনি বলেন, “বোধ- বুদ্ধি হারিয়েছে বিজেপি। শিশুদের দিয়ে করাচ্ছে নির্বাচনের কাজ! বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনব।” এই বিষয়ে কিছু না বলে দায় এড়িয়েছেন বিজেপির বিধায়ক।এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির বিধায়ক ড. শঙ্কর ঘোষের নির্বাচনী ক্ষেত্র পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় খুদে শিশুদের কাঁধে পতাকা চাপিয়ে তাদের সারিবদ্ধভাবে ঝান্ডা লাগানোর কাজ করানো হয়। এক বিজেপি নেতাকে দাঁড়িয়ে থেকে এই কচিকাঁচাদের কাজের নির্দেশ দিতে দেখা যায়। প্রকাশ্যে আসা ভিডিওতে চোখে পড়ছে তিন চারজন খুদের কাঁধে চাপানো পতাকা।
আরও পড়ুন-নিয়ম ভেঙে প্রচার গ্রেফতার বিজেপি বিধায়ক
ওয়ার্ডের রাস্তায় পতাকা লাগানোর কাজে নামানো হয়েছে তাদের। ভিডিওতে স্পষ্ট ভেসে আসছে নেতার নির্দেশ ও ধমক। এরপরই বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়ে সরব তৃনমূল। অন্যদিকে, বিজেপি বিধায়ক তথা ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ অবশ্য পুরো বিষয়টির দায় এড়িয়ে দলীয় কর্মীদের কাঁধে ছেড়ে দেন। তিনি বলেন বিষয়টি আমার জানা ছিল না। যদিও বিরোধী শিবিরে এই ঘটনাকে কেন্দ্র করে উঠেছে সমালোচনার ঝড়।