নিয়ম ভেঙে প্রচার গ্রেফতার বিজেপি বিধায়ক

ঘটনাস্থলে কোভিডবিধি ও নির্বাচনীবিধি ভাঙার অভিযোগে বিধায়ক বিমান ঘোষ,বিজেপি৷ জেলা সভাপতি- সহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ।

Must read

সুমন করাতি, হুগলি : চন্দননগর পুরনিগমের নির্বাচনী প্রচারে কোভিডবিধি ভাঙার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিধি ভেঙে প্রচার করতে এসে গ্রেফতার হলেন বিজেপির এক বিধায়ক- সহ সাত নেতা-কর্মী। ধৃত বিজেপি বিধায়কের নাম বিমান ঘোষ। তিনি পুরশুড়ার বিধায়ক। অভিযোগ, করোনা আবহে রবিবার সকালে দলবল নিয়ে চন্দননগরে নির্বাচনী প্রচারে আসেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তাঁর সঙ্গী ছিলেন বিজেপির জেলা সভাপতি- সহ অন্যান্য নেতা- কর্মীরাও।

আরও পড়ুন-কোভিড বিধি মেনে প্রচার

এদিন সকালে তাঁরা সদলবলে চন্দননগর পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডে মিছিল করেন। মিছিলে কয়েকশো বিজেপি নেতা-কর্মী ছিলেন। ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্ধ্যা দাসও। মিছিলের নেতৃত্ব দেন বিমান ঘোষ। করোনা আবহে মিছিলের খবর পেয়ে পুলিশ এসে তা আটকে দেয়। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মী, সমর্থকরা।

আরও পড়ুন-আক্রান্ত গার্ড ড্রাইভার

ঘটনাস্থলে কোভিডবিধি ও নির্বাচনীবিধি ভাঙার অভিযোগে বিধায়ক বিমান ঘোষ,বিজেপি৷ জেলা সভাপতি- সহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ। রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেন ধৃত বিজেপি বিধায়ক। এরপরই তাঁকে পালটা দেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি দলটার ওপরতলায় শৃঙ্খলা থেকে নিয়মনীতি বলেই কিছু নেই।

Latest article