বাংলার বন্যা পরিস্থিতির খোঁজ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা। বন্যাপরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করে মোদিকে নালিশ করেন মুখ্যমন্ত্রী। ‘ম্যান মেড’ বন্যা বলেও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন মমতা। এবার মুখ্যমন্ত্রীর সেই অভিযোগকেই মান্যতা দিল প্রধানমন্ত্রীর দফতর।
আরও পড়ুন-হার মেনেছে ৫৬ ইঞ্চি: সাংসদদের সাসপেনশন টুইটারে মোদিকে তোপ অভিষেকের
একটি টুইট পিএমও স্বীকার করে নেয় ডিভিসি-এর জন্যই বাংলায় এমন পরিস্থিতি। টুইটে তারা লেখে, ”জলাধার থেকে জল ছাড়ার দরুন বাংলার কিছু জায়গায় হওয়া বন্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের তরফে রাজ্যকে সমস্তরকম সাহায্য করা হবে।” ওয়াকিবহাল মহল বলছে, এই টুইট থেকে স্পষ্ট যে প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মেনে নিয়েছেন।