বাংলায় ম্যান মেড বন্যা : ডিভিসির জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ক্ষুব্ধ মমতার

Must read

বাংলার প্লাবিত এলাকা ঘুরে দেখার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালেই রাজ্যের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন মমতা। তখনই তাঁকে ফোন করেন মোদি। রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, এটা ম্যান মেড বন্যা। DVC জলাধারের পলি পরিষ্কার করে না। ফলে অনিয়ন্ত্রিতভাবে অত্যাধিক জল ছাড়া হয়েছে। এরপরই প্লাবিত এলাকা পরিদর্শন করেন তিনি। ফিরে এসে মোদিকে কড়া চিঠি লেখেন মমতা।

আরও পড়ুন-হার মেনেছে ৫৬ ইঞ্চি: সাংসদদের সাসপেনশন টুইটারে মোদিকে তোপ অভিষেকের

চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছে পাঞ্চেত, মাইথন ও তেনুঘাট ব্যারেজ থেকে। ইতিমধ্যেই ২ লাখ কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে রাজ্যে যে বন্যা হয়েছে তা এক কথায় ম্যান মেড। প্লাবিত হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূমের একটি বড় অংশ। প্লাবনে কয়েকজনের মৃত্যু হয়েছে। হাজার হাজার বিঘা কৃষি জমি জলে ডুবেছে। বহু ঘরবাড়ি, রাস্তাঘাট জলমগ্ন। এরপরেই মমতা অভিযোগ করে লেখেন, বছরের পর বছর ডিভিসি জল ছেড়ে পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে। ২০১৫ সালের পর ২০১৭, ২০১৯ ও ২০২১ সালে ডিভিসির জল ছাড়ার ফলে রাজ্যে এইরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সংস্কার না হওয়ার কারণে একটু হলেই জল ছেড়ে দিচ্ছে ডিভিসি। এরকম পরিস্থিতিতে ডিভিসির সংস্কারের প্রয়োজন রয়েছে।

Latest article