রাজ্যে এই মুহূর্তে যা অবস্থা তার জেরে আগামী দুমাস বন্ধ থাকুক ভোট-মেলা। শনিবার, নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার নিয়ে প্রশাসনিক বৈঠকের পর এই কথাই স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এবার রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে তাঁর এই বক্তব্যকে সরাসরি সমর্থন করলেন বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar)।তিনি নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) লেখেন, “অভিষেকের দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানাই। চলুন তাকে বাস্তবায়িত করি।”
আরও পড়ুন-জলরঙে নবজাগরণ এনেছিলেন অ্যালব্রেক্ট ড্যুর
দক্ষিণ ২৪ পরগনায় কোভিডের (Covid) বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে নিজের সাংসদীয় এলাকাতে, আগামী দুমাস কোনও রাজনৈতিক সভা, ধর্মীয় অনুষ্ঠান করায় নিষেধাজ্ঞা জারি করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি বলেন, সব জায়গাতেই মেলা-ভোট বন্ধ থাকুক- এটা তাঁর ব্যক্তিগত মত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই মতামতকে সমর্থন জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এবার পাশে দাঁড়ালেন চিকিৎসক কুণাল সরকার। তাঁর মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতারা এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিস্থিতির গুরুত্ব বুঝেই তিনি এই বিধি জারি করেছেন। কুণাল সরকারের মতে, অভিষেকের মত অনুযায়ী, সব জায়গাতেই এই নিষেধাজ্ঞা জারি হোক।