রাজনীতিতে সৌজন্যের নজির রাখলেন মুখ্যমন্ত্রী, ফোন করলেন কোভিড আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে

শুধু ফোন নয় সুকান্ত মজুমদারের দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে ফল মিষ্টিও পাঠিয়েছেন তিনি। এদিন প্রায় আড়াই থেকে তিন মিনিট কথা বলেন মুখ্যমন্ত্রী।

Must read

বঙ্গ রাজনীতিতে আরও একবার সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোভিড আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন তিনি। কোভিড আক্রান্ত হয়ে গত কয়েকদিন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সুকান্ত মজুমদার। আচমকা মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত তিনি। ভাবতেই পারেন নি বিজেপির রাজ্য সভাপতি যাকে দুবেলা সমালোচনায় বিদ্ধ না করলে তাদের ভাত হজম হয় না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে তাঁর অসুস্থতার খোঁজ নেবেন। বিস্ময়ে এখনও হতবাক তিনি।

আরও পড়ুন-২ মাস বন্ধ থাকুক ভোট-মেলা: অভিষেকের মতামতের পাশে দাঁড়ালেন চিকিৎসক কুণাল সরকার

শুধু ফোন নয় সুকান্ত মজুমদারের দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে ফল মিষ্টিও পাঠিয়েছেন তিনি। এদিন প্রায় আড়াই থেকে তিন মিনিট কথা বলেন মুখ্যমন্ত্রী। এখন শরীর কেমন আছে জানতে চান। সুকান্ত জানান, এই মূহুর্তে জ্বর নেই তবে হাল্কা সর্দি কাশি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শরীরের যত্ন নিতে বলেন। ডাক্তারের পরামর্শ মেনে চলতে বলেন। সবশেষে মুখ্যমন্ত্রী বলেন, কোনো দরকার হলে দ্বিধা না করে তৎক্ষনাৎ তাঁকে জানাতে। বিজেপি রাজ্যসভাপতির দ্রুত আরোগ্য কামনা করে ফোন রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article