অনন্ত গুছাইত, নয়াদিল্লি : ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিতে ভোট কমছে বিজেপির (BJP)। শতাংশের নিরিখে ভোট কমছে মোদির দলের। নির্বাচনী তথ্য অনুসারে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হরিয়ানায় বিজেপি পায় ৫৮ শতাংশ ভোট আর পরবর্তী বিধানসভা নির্বাচনে তা কমে হয় ৩৭ শতাংশ। ২০২০ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৩৯ শতাংশ ভোট। অথচ তার আগে লোকসভা নির্বাচনে তারা পেয়েছিল ৫৭ শতাংশ ভোট। গত বছর পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা নির্বাচনেও বিজেপির ভোটের হার কমেছে। বিজেপি পশ্চিমবঙ্গে ৩৮ শতাংশ এবং অসমে ৩৩ শতাংশ ভোট পেয়েছে। অথচ এই দুই রাজ্যে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ছিল ৪১ শতাংশ এবং ৩৬ শতাংশ। এমনকী ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোটপ্রাপ্তি ২০১৪ লোকসভা নির্বাচনের তুলনায় কম ছিল।
আরও পড়ুন: বেলাগাম সংক্রমণে কাঁপছে দেশ
আগামী লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির জন্য সেমিফাইনাল হিসাবে দেখা হচ্ছে। একইসঙ্গে কংগ্রেসের মতো বিরোধী দলের জন্যও এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতি, কৃষকদের আন্দোলন, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সরকারি সম্পদের ঢালাও বিলগ্নীকরণ, ব্যক্তিস্বাধীনতায় নজরদারি নিয়ে বিজেপি (BJP) সরকারকে লাগাতার আক্রমণ করছে বিরোধীরা। আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচন এই ইস্যুগুলির গুরুত্ব প্রমাণের ক্ষেত্রেও অ্যাসিড টেস্ট হতে চলেছে।